উইমেন চ্যাপ্টার: বরিশাল-৫ আসনের উপ-নির্বাচনে জয়ী আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য শওকত হোসেন হিরনের স্ত্রী জেবুন্নেছা আফরোজ আজ সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।
তাকে শপথ পড়ান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
হিরনের মৃত্যুতে শূন্য এই আসনে গত ১৫ জুন অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জেবুন্নেছা ১ লাখ ৮৩ হাজার ৬২৯ ভোট পেয়ে জয়ী হন।
প্রতিদ্বন্দ্বী বিএনএফের প্রার্থী সাইফুল ইসলাম লিটন পান ৬ হাজার ১৩৬ ভোট।
স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিব মো. আশরাফুল মকবুল।
শওকত হোসেন হিরনের মৃত্যুতে আসনটি শূন্য হয়।