উইমেন চ্যাপ্টার: আয় উপার্জনের তেমন কোন সুযোগ না থাকাই নেপালে বিস্তৃত দারিদ্র্যের মূল কারণ। কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে ক্রমশই। আর এই পরিবর্তনে অবদান রাখছে জাতিসংঘের মাইক্রো এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এমআইডিইপি)। এই কর্মসূচির আওতায় ৬২ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে দেশটিতে। এর মধ্যে একটি হচ্ছে শাকসবজি বিক্রি কর্মসূচি। প্রকল্পটি থেকে যথাসম্ভব প্রশিক্ষণ এবং উপকরণের সহায়তা নিয়ে এই কাজে এগিয়ে এসেছেন নেপালি নারীরা। তারা এখন দিনবদলের স্বপ্ন দেখছেন।