প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম এবং সবশেষ ছবিটি প্রিন্স জর্জের। এখানে তিনজনেরই বয়স একমাসের কাছাকাছি। এবং তিনটি ছবিই তাদের জীবনের প্রথম আনুষ্ঠানিক ছবি। প্রিন্স চার্লসের ছবিটি ১৯৪৮ সালে তোলা, প্রিন্স উইলিয়ামেরটি ১৯৮২ সালে এবং সবশেষ প্রিন্স জর্জের ছবিটি ২০১৩তে তোলা।চার্লস এবং উইলিয়ামের জীবন আমরা জানি, এখন জর্জ কি ভাগ্য নিয়ে এসেছে তা দেখার অপেক্ষায় বিশ্ববাসী।–উইমেন চ্যাপ্টার।