বেনজির হত্যা মামলায় মুশাররফের বিরুদ্ধে অভিযোগ

mosharrofউইমেন চ্যাপ্টার ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যা মামলায় সাবেক সেনা শাসক পারভেজ মুশাররফকে অভিযুক্ত করেছে দেশটির আদালত।

রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত সাবেক এই সামরিক শাসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

পারভেজ মুশাররফের বিরুদ্ধে বেনজির হত্যার পরিকল্পনা, তাতে সহযোগিতা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।

দেশটির ইতিহাসে এই প্রথম কোন সেনা শাসকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলো।

মামলায় সাবেক এই সেনা শাসক ছাড়াও অভিযুক্ত করা হয়েছে চারজন জঙ্গি ও দুজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাকেও।

স্বেচ্ছা নির্বাসন থেকে ফেরার পর বেনজির ভুট্টো ২০০৭ সালের ২৭ ডিসেম্বর রাওয়ালপিন্ডিতে নির্বাচনী প্রচারের সময় আত্মঘাতী হামলায় নিহত হন।

সে সময় পাকিস্তানের ক্ষমতায় ছিলেন জেনারেল পারভেজ মুশাররফ।

বর্তমানে গৃহবন্দি মুশাররফকে মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে আদালতে হাজির করা হয়।

আদালতে তিনি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেন।

এ প্রসঙ্গে মুশাররফের আইনজীবী সৈয়দ আফসান আদিল বলেন, যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন। আমরা আইনি লড়াই চালিয়ে যাব।

১৯৯৯ সালে এক সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তানের ক্ষমতা দখল করেন জেনারেল পারভেজ মুশাররফ। ২০০৮ সালের ফেব্রুয়ারিতে জাতীয় ও আন্তর্জাতিক চাপে নির্বাচন দিতে বাধ্য হলে তার অনুসারী ও সমর্থকদের শোচনীয়ভাবে পরাজয় ঘটে।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.