সব পুরুষ এক না

দাঁড়িপাল্লা ধমাধম:

সাঁওতালরা যখন বলে–লীগাররা তাদের জমি-জমা কেড়ে নিচ্ছে, তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করছে…–তখন দেশের নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা সাঁওতালদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সাঁওতালদের অধিকারের কথা বলে, সাঁওতালদের কাঁধে কাঁধ মিলিয়ে সাঁওতালদের পক্ষে আন্দোলন করে…

পাহাড়িরা যখন বলে–বাঙালীরা তাদের জমি-জমা কেড়ে নিচ্ছে, তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করছে, তাদের উপর অত্যাচার করছে, তাদের মা-বোনদের ধর্ষণ করছে…–তখন দেশের নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা পাহাড়িদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে পাহাড়িদের অধিকারের কথা বলে, পাহাড়িদের কাঁধে কাঁধ মিলিয়ে পাহাড়িদের পক্ষে আন্দোলন করে…

হিন্দু বা সংখ্যালঘুরা যখন বলে–মুসলমানরা তাদের জমি-জমা কেড়ে নিচ্ছে, তাদের জায়গা-জমি থেকে উচ্ছেদ করছে, তাদের উপর অত্যাচার করছে, তাদের মা-বোনদের ধর্ষণ করছে…–তখন দেশের নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা হিন্দু বা সংখ্যালঘুদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে হিন্দু বা সংখ্যালঘুদের অধিকারের কথা বলে, হিন্দু বা সংখ্যালঘুদের কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দু বা সংখ্যালঘুদের পক্ষে আন্দোলন করে…

উপরের একটা ঘটনাতেও ‘লীগাররা’, ‘বাঙালীরা’, ‘মুসলমানরা’ ইত্যাদি শব্দে দেশের নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা ‘সরলীকরণ’ খুঁজে পায় না; বলে না–এভাবে বিভিন্ন গোষ্ঠীর জন্য আলাদা ভাবে কথা বলার, আলাদা ভাবে অধিকার আদায়ের, আলাদা ভাবে আন্দোলন করার দরকার নাই; বলে না–এভাবে লীগারবিদ্বেষ-বাঙালীবিদ্বেষ-মুসলমানবিদ্বেষ তৈরি করবেন না; বলে না–আসেন সবাই এভাবে সাঁওতালদের সাথে লীগারদের, পাহাড়িদের সাথে বাঙালীদের, হিন্দুদের সাথে মুসলমানদের ভেদাভেদ সৃষ্টি না করে মানবতাবাদী হই, মানববাদী হই…

নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা শুধু তখনই ‘সরলীকরণ’ খুঁজে পায় যখন নারীরা বলে–পুরুষেরা ধর্ষণ করে, পুরুষেরা যৌননির্যাতন করে, পুরুষেরা নারীর অধিকার হরণ করে, পুরুষদের জন্য নারীরা ঘরে-বাইরে নিরাপত্তাহীনতায় ভোগে…; নারীরা যখন নারীবাদ অর্থাৎ নারী-পুরুষের সাম্য ও সমান অধিকারের কথা বলে তখন নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা বলে–এভাবে নারী-পুরুষ ভেদাভেদ সৃষ্টি করার দরকার নেই, আলাদা করে নারীবাদের দরকার নেই, নারীদের জন্য আলাদা আন্দোলনের দরকার নেই, এভাবে পুরুষবিদ্বেষ ছড়াবেন না, আসেন মানবতাবাদী হই, মানববাদী হই…সব পুরুষ এক না…

আমাদের নাস্তিক, প্রগতিশীল, মানববাদীরা শুধু নারীদের অধিকারের প্রশ্নে এতো কিউট কিউট সরলবাচ্চা হয়ে যায় কীভাবে!

শেয়ার করুন: