আইসিটির রায় নিয়ে কথা বলবেননা ফখরুল

fakhrulউইমেন চ্যাপ্টার ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে চলমান মানবতাবিরোধী অপরাধের মামলার রায় নিয়ে কোন কথা তিনি বলবেন না।

যুক্তরাজ্যে বাংলাদেশ বিষয়ক এক সেমিনারে অংশগ্রহণ শেষে দেশে ফিরে বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

চিকিৎসার জন্য গত কয়েক বছর থেকে যুক্তরাজ্যে থাকা বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দেশে আসার ব্যাপারে তিনি বলেন, সম্পূর্ণ সুস্থ হলে তিনি দেশে ফিরবেন। তবে তার অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলেও জানান তিনি।

তারেক রহমানের স্ত্রী জোবায়েদা রহমানের রাজনীতিতে আসা বিষয়ক এক প্রশ্নের জবাবে মীর্জা ফখরুল ইসলাম বলেন, ‘জোবায়েদা রহমানের রাজনীতিতে আসার কোন সম্ভাবনা নেই।’

সেমিনার সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি সাংবাদিকদের জানান, আমরা আমাদের কথাগুলো সেখানে পরিষ্কার করেছি। জাতীয় নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীতা ব্যাখ্যা করেছি আমরা।

লন্ডন অনুষ্ঠিত এই সেমিনারে বিএনপির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মীর্জা ফখরুল। প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মান্নান, আইনজীবী নাসির উদ্দীন, নওশাদ জমির।

শেয়ার করুন: