ধর্ষণের রক্তাক্ত থাবা থেকে শিশুদের বাঁচাও’-এই স্লোগানকে সামনে রেখে সারা দেশে শিশু ধর্ষণের প্রতিবাদে আজ ৪ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় এক মৌন প্রতিবাদের আয়োজন করা হয়।
বন্ধ হোক শিশু ধর্ষণ, শিশুদের নিরাপত্তা চাই, আমি ক্ষত-বিক্ষত শিশুটির মা, রক্তাক্ত শিশুটি আমার, শিশু নির্যাতনের দ্রুত বিচার চাই, শিশু ধর্ষণের কঠিন শাস্তি নিশ্চিত করতে হবে-এসব দাবিতে রাজধানীর ধানমন্ডিতে রবীন্দ্র সরোবরে আয়োজিত ওই প্রতিবাদে অংশ নেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ।
সেইফ উইমেন আয়োজিত ওই কর্মসূচিতে শতাধিক মা বা সচেতন নারী সমাজ সাদা পোশাকে, মুখে লাল কাপড় বেঁধে, মোমবাতি জ্বালিয়ে ধর্ষণের বিরুদ্ধে মৌন প্রতিবাদ জানান। অনলাইন পোর্টাল উইমেন চ্যাপ্টারও এতে সংহতি প্রকাশ করে কর্মসূচিতে অংশ নেয়।
এদিকে রাজধানীর বাইরে চট্টগ্রামের প্রেসক্লাবেও একই সময়ে একই দাবিতে এক প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভোলা প্রেসক্লাবে উইমেন চ্যাপ্টারের পক্ষ থেকে আয়োজন করা হয় এক মানববন্ধন কর্মসূচির। শতাধিক নারী-পুরুষ ধর্ষণ বন্ধের জোরালো দাবি জানান ওই কর্মসূচিতে।