আকতার জাহান যা বলেছিলেন আমাকে

শাওলী মাহবুব: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগের শিক্ষক আকতার জাহানের  মৃত্যু অনেক প্রশ্নকেই সামনে আনে। এই লেখা আকতার জাহানের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক সহকর্মী হিসেবে লিখছি।

akter-jahanসতের বছর পরিচয়কালে ব্যক্তিগত অনেক কষ্টের কথা আমার সাথে শেয়ার করতেন তিনি। শোকবিধ্বস্ত এই নিবন্ধটি হয়তো লেখাও হতো না, যদি না তার সাবেক স্বামী চিরাচরিত পদ্ধতিতে সামাজিক মাধ্যমে আকতার জাহানের চরিত্রহননের কাজটি না করতেন। এই লেখা আকতার জাহানের জন্য শুধুমাত্র হাহাকার করে আবেগপ্রসূত লেখা নয়; তার ব্যক্তিগত জীবনের কাহিনির মধ্য দিয়ে বাংলাদেশের পুরো সমাজকেই দেখতে পাচ্ছি। অতীতে বিভিন্ন সময় আকতার জাহানের কাছ থেকে পাওয়া বিভিন্ন ব্যক্তিগত তথ্যই আজকের লেখার উপাত্ত।

আকতার জাহানের মৃত্যু তাঁর জীবনের অতীতকেই সামনে নিয়ে এসেছে। আকতার জাহানের ভাষ্যমতে, বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষক হিসেবে তিনি উপার্জন করেছেন ঠিকই, কিন্তু সেই উপার্জনের উপর তার ব্যক্তিগত অধিকার অনেকাংশেই ছিলনা, তাঁর (প্রাক্তন) স্বামীর অনুমতি ছাড়া তিনি তা খরচ করতে পারতেন না। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তিনি তার প্রাক্তন স্বামীর অনুমতি ছাড়া একাডেমিক কোন কাজে, তা ভিসির অফিসের মিটিং হোক বা একাডেমিক কমিটির মিটিংই হোক, অংশ নিতে পারতেন না।

বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক হিসেবে তার স্বামীর অনুমতি ছাড়া তার বাসার কাজের সাহায্যকারী রাখতে পারতেন না। তাকেই সমস্ত কাজ, যেমন রান্না করা, বড় হাঁড়িতে পানি ফুটানোসহ সবই করতে হতো। এই বড় হাঁড়ি টানতে টানতে আকতার জাহানের পিঠে তীব্র ব্যথা তৈরি হয়েছিল; ভারত থেকে চিকিৎসা করে এসেও মুক্তি মেলেনি সেই ব্যথার। ঘনিষ্ঠজন ছাড়া কোথাও তিনি লোকলজ্জায় একথা জানাননি।

এমনকি বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষক তার বাবা-মায়ের পরিবার থেকেও অনুমতি পাননি তার প্রেম করে বিয়ে করা স্বামীকে তালাক দেয়ার। কেননা তাতে পরিবারের মর্যাদা ক্ষুন্ন হবে। শেষমেষ আকতার জাহানের ভাষ্যমতে, যখন উদ্যত ছুরি নিয়ে তাকে আক্রমণ করা হয়েছে, তখন জান বাঁচানোর প্রয়োজনে এক কাপড়ে বাড়ি ছেড়েছেন এবং জুবেরী হাউসে এসে উঠেছেন। জীবনের মায়া যে তার ছিল ঘনিষ্ঠজনরা তা জানেন। তাহলে তিনি কেন মৃত্যুবরণ করলেন?

আকতার জাহানের দাফন হবার পূর্বেই তার প্রাক্তন স্বামী ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, তার চরিত্র খারাপ ছিল তাই আকতার জাহানের সাথে তার সম্পর্ক ভেঙেছে। তাই যদি হয়, তবে  নিশ্চিতভাবেই ডিভোর্সের চার বছরের মধ্যে প্রাক্তন স্বামীর মতো তারও বিবাহিত থাকার কথা। এবার তাহলে বলা যাক, আমরা কী শুনেছি আকতার জাহানের কাছ থেকে।

বিভিন্ন নারীর সঙ্গে তার প্রাক্তন স্বামী সম্পর্ক গড়ে তুলতেন- এই ইঙ্গিত দিয়ে আকতার জাহান তার গভীর মনোকষ্টের কথা বলেছিলেন। অনেকদিন ধরে চেপে রাখার পর, এই লজ্জাজনক তথ্য সম্প্রতি তিনি জানিয়েছিলেন। শ্বশুরবাড়ির দিক থেকেও ছিল নানান উপদ্রব। তার প্রাক্তন স্বামীর মা ফর্সা ছিলেন। ‘কালো বৌ’ হবার কারণে অনেক কথা শুনতে হয়েছে আকতার জাহানকে। প্রশ্ন জাগে মনে, বাঙালি সমাজ কতদূর এগোলো?

shaoli-mahbub
শাওলী মাহবুব

আকতার জাহানের সুইসাইড নোট-এ দেখা যায়, ছেলেকে নিয়ে তার গভীর উদ্বেগ ও উদ্বিগ্নতা ছিল। তাঁর কাছ থেকেই শুনেছি, তার ছেলে সোয়াদকে তিনি ফোন করতে পারতেন না। লুকিয়ে তাকে মায়ের সাথে ফোনে কথা বলতে হতো। সোয়াদকে তার প্রাক্তন স্বামী মায়ের কাছে আসতে দিতে চাইতেন না জুবেরী হাউসে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বরাদ্দ পশ্চিম পাড়ার আবাসিক এলাকা থেকে জুবেরী হাউসে আকতার জাহানের ৩০৩ নম্বর রুম এর দূরত্ব পাঁচ মিনিটের হাঁটা পথ। ছেলের গলায় ছুরি ধরার যে প্রসঙ্গটি আকতার জাহান সুইসাইড নোটে লিখেছেন, সেই ঘটনাটি কয়েক মাস আগে ঘটেছিল মায়ের সঙ্গে গোপনে দেখা করার কারণেই।

এ প্রসঙ্গে ব্যক্তিগত কথাও চলে আসে। আকতার জাহানকে যারা চিনতেন তারা জানেন, তিনি ঢাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আলোকিত মানুষ, তাদের যৌতুক নেবার কথা নয়। কিন্তু তানভীর আহমদ-এর বাড়ির রেফ্রিজারেটর থেকে শুরু করে অনেক আসবাব আকতার জাহানের মায়ের বাড়ি থেকে আনা। ডিভোর্সের পর আসবাবপত্র ফেরত চাইলে প্রাক্তন স্বামী কয়েক জোড়া ছেঁড়া জুতা আর পুরনো কাপড় পাঠিয়েছেন।

আকতার জাহান এই তথ্যটি ঘনিষ্ঠ একজনের সঙ্গে শেয়ার করে বিষাদমাখা কণ্ঠে বলেছিলেন, ‘আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না।’ আকতার জাহানের কাছ থেকে শুনেছি, তার ঘনিষ্ঠ একজন বান্ধবী যিনি জার্মানিতে থাকতেন, তার কাছ থেকে সোয়াদের জন্য উপহার হিসেবে পাওয়া দামী ঘড়ি ছেলেকে না দিয়ে তার প্রাক্তন স্বামী নিজে পরে ঘুরতেন। ডিভোর্সের পর ছেলের জন্য মায়ের দেয়া টি-শার্টও দেখা যেত তার প্রাক্তন স্বামীর গায়ে।

স্বভাবে সৌখিন ছিলেন আকতার জাহান। ডিভোর্সের পর এই সৌখিন মানুষটি মেলামাইনের প্লেটে ভাত খেতেন। জুবেরী হাউসে তার রুমে একটা সিঙ্গেল খাট, পড়ার টেবিল, একটা স্যুটকেস, পেছনের বারান্দায় একটা মেলামাইনের প্লেট, দুটো হাঁড়ি, পানির বোতল নিয়ে তিনি দিন যাপন করছিলেন। বোঝাই যায় কোনোরকমে ছন্নছাড়া দিন কাটাচ্ছিলেন তিনি। অথচ ঘনিষ্ঠজনেরা জানেন, ছবির মতো করে প্রাক্তন স্বামীর সংসার সাজিয়েছিলেন তিনি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মেধার সমীচীন ব্যবহার কি আমরা করতে পেরেছি?

সোয়াদকে নিজের কাছে কিংবা ঢাকায় আনা নিয়ে তাকে নিরন্তর চেষ্টা চালাতে হয়েছে। আকতার জাহানের সুইসাইড নোট থেকে দেখা যায় ছেলের জীবন নিয়ে সংশয়ে ছিলেন তিনি। ঘনিষ্ঠজনেরা এবং তার সহকর্মীরাও এখবর জানতেন। নিজের নতুন বিয়ের পর এক পর্যায়ে তার প্রাক্তন স্বামী ছেলেকে আকতার জাহানের হাতে তুলে দিয়েছেন। ততদিনে সোয়াদ তার পরীক্ষায় কিছু বিষয়ে ফেল করেছে। নিরন্তর মনোকষ্টের শিকার সোয়াদ তার পড়াশোনাও ঠিকমতো চালিয়ে যেতে পারেনি। তার প্রাক্তন স্বামীর যত্নের প্রমাণ সোয়াদের প্রগ্রেস রিপোর্টে রয়েছে।

পুরো বিবাহিত জীবনে আকতার জাহানকে তার স্বামী কোনো উপহার দিয়েছেন বলে ঘনিষ্ঠজনেরা জানেন না। এ নিয়ে আকতার জাহানের বেদনাবোধ ছিল। দীর্ঘকালের এসব বেদনাবোধের সাথে যুক্ত হয়েছে তার ছেলে সোয়াদের নিরাপত্তাবোধ। মা হিসেবে, স্ত্রী হিসেবে তিনি যে অনন্য ছিলেন ঘনিষ্ঠজনেরা তা নিশ্চিতভাবেই জানেন। কারণ তার আতিথ্য অনেকেই গ্রহণ করেছেন।

অন্তত আকতার জাহানের কাছ থেকে আমরা যে ভাষ্য শুনেছি, তা যদি সত্যি হয়, তবে এটা স্বীকার করতেই হবে, পুরো সমাজই তাকে আত্মহননে সহায়তা করেছে। এই আত্মহত্যার জন্য ভদ্রতার কারণেই আকতার জাহান কাউকে দায়ী করে যাননি। ছেলের নিরাপত্তাকেই কারণ হিসেবে দেখিয়েছেন। আমরা কী ভাবতে পারি আমরা কোন সমাজে বাস করি যেখানে অর্থনৈতিকভাবে স্বাধীন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকও বাধ্য হন আত্মহননে?

আকতার জাহানের ঘনিষ্ঠজনেরা, একই বিভাগের সহকর্মীরা দিনের পর দিন, বছরের পর বছর এতসব জেনেও চুপ ছিলেন। কেন ছিলেন? কেন বিশ্ববিদ্যালয়ের কোন সহায়তা সেন্টার নেই, বিশ্ববিদ্যালয় প্রশাসন এতো কিছু জেনেও কেন চুপ ছিল? কারণ আকতার জাহান নারী। নারীর গায়ে চরিত্রহননের প্রলেপ দেয়া যায় সহজেই।

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় শিক্ষক আকতার জাহান-এর যদি এতো দুরবস্থা হয়, তাহলে অশিক্ষিত আকতার জাহানদের অবস্থাটা সহজেই অনুমেয়। বিয়েটাকে বাংলাদেশের মেয়েরা সারা জীবনের মনে করে, সংসার সাজায়। কিন্তু বাস্তবতাটা কী? আকতার জাহানের কেস তা বলে না, এমন হাজার কেস তা বলে না। আমাদের করণীয় তবে কী? আত্মহত্যার পথে ঠেলে না দিয়ে আইনী ব্যবস্থা নারীবান্ধব করা কি জরুরি নয়?

বাংলাদেশ এখন আর আদিম সমাজ নয়। প্রতিষ্ঠানগত উন্নয়ন অত্যন্ত জরুরি। নতুবা হাজারো আকতার জাহানকে আমরা হারিয়ে ফেলবো, সোয়াদরা হারাবে তাদের ভালোবাসার মাকে। নিরন্তর যুদ্ধ করতে করতে, কারও সহায়তা না পেয়ে আকতার জাহান হতক্লান্ত হয়ে গিয়েছিলেন।

শাওলী মাহবুব, অধ্যাপক, নৃবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা

 

শেয়ার করুন:

লেখাটির জন্য লেখিকাকে অনেক ধন্যবাদ। আসলে আমাদের সমাজব্যবস্থায় গণতন্ত্রের কথা বলা হলেও যৌন স্বাধীনতার প্রশ্নে নারীর কোন গণতান্ত্রিক অধীকার নেই।পুরুষের ক্ষেত্রেও এ-কথা প্রযোজ্য হলে, তার যেন রয়েছে স্বৈরতান্ত্রিক অধিকার! আসলে এই পুরাতন সামাজের মূল্যবোধের মূলে কুঠারাঘাত করা না-হলে নারীদের প্রাচীন-পুরুষতান্ত্রিক-বর্বরতার শিকার হতেই হবে, যা অমানবিক ও দুঃখজনক। আমাদের সমাজে বা আজকের বিশ্বব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানার উপর প্রতিষ্ঠিত চেতনা বা মূল্যবোধ– নারী ও পুরুষ উভয়কেই অন্ধকারে নিমজ্জিত করে রেখেছে।ফলে, আমরা নিজেদের ত্রুটি খুব কম বুঝতে পারি।মূলতঃ সম্পত্তির উপর ব্যক্তিগত মালিকানাই “যৌন সম্পদের” উপর কায়েম করেছে স্ব-স্ব মালিকানার বিকৃত অধিকার ও যৌনবিবাদ।এ-থেকে পুরুষ বেছে নিয়েছে নির্যাতনের পথ, অপরদিকে নারী বেছে নিয়েছে আত্মহত্যার পথ, যার কোনটাই সমর্থন যোগ্য নয়। প্ররোচনা করা যেমন অন্যায়, তেমনি প্ররোচনার বিরুদ্ধে প্রতিবাদের বিপরীতে আত্মহত্যা করাও সম্ভবত ভুল।একদিকে এই পুরুষতান্ত্রিক অন্যায় আর অপরদিকে আত্মহননের বিভ্রান্তি হচ্ছে– বর্ত মান পুঁজিবাদী সমাজ ও রাষ্ট্রব্যবস্থার সৃষ্ট ট্রাজেডি। এটা বুঝতে আমরা যত দেরি করবো তত দেরি পর্যন্ত এর সমাধানের পথ দেখতে পাব। নারী-পুরুষ ঐক্যবদ্ধভাবে এর প্রতিকার চাইবো প্রকৃত গণতন্ত্র, সমাজতন্ত্র ও সাম্যবাদী সমাজ কায়েমের কষ্টকর পথে।

লেখাটির জন্য লেখিকাকে অনেক ধন্যবাদ।নারীর যৌন সম্পর্কের গণতান্ত্রিক অধিকার আমাদের সমাজে নেই। অপরদিকে পুরুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য হলেও, তার রয়েছে স্বৈরতান্ত্রিক অধিকার!

আমার জীবনটাও আজকে হয়ত এমন হত। কিন্তু সৌভাগ্য না দুর্ভাগ্য আমি জানি না তবে আমি বেঁচে গেছিলাম বলে আজকে বেঁচে আছি। এখন ভাবি আমি কত বোকাই না ছিলাম। আমি একটা জিনিস দেখছি এই সমাজে অশিক্ষিত নিন্ম শ্রেণীর মানুষের থেকে মধ্যবিত্ত বা উচু শ্রেণীর মানুশগুলু বেশি বর্বর হয়। আমার স্বামিও ছিলেন একজন সরকারী উচ্চপতস্থ কর্মকর্তা কিন্তু তার মানসিকতা ছিল একজন মূর্খ ও বর্বর মানুষের মত।

এত পড়াশুনা করে কি হল তাহলে যদি নিজেকেই ভালবাসতে না পারল? ভাবতে অবাক লাগে এখনও মেয়েরা বিয়েটাকে নিজের জীবনের চেয়ে বেশী গুরুত্ব দেয়। আক্তার জাহান মরে গিয়ে হেরে গেলেন নিজের কাছে, অসভ্যতার কাছে আর গুনে ধরা সমাজের কাছে। না, আমি মানতে পারলাম না। নিজেকে ভালবাসতে শিখুন তাহলেই নিজে ভাল থাকবেন এবং সমাজের সংকীর্ণতাকে দূর করা সম্ভব।

সব মানুষে জীবন এক রকম যাবে এমন নয় কারণ সব মানুষের চিন্তা চেতনা ভাবনা গুলি ভিন্ন রকমের, সংসার জীবন মানেই নিজেকে সবার মাঝে বিলিয়ে দিয়ে মহা মুল্যবান ভালবাসা অর্জন করা সবার সাথে মিলে মিশে এক্ে েবাস করা । তারপরও অামাদের সমাজে কিছু জানোয়ারদের বাস যারা শুধু গ্রহন করতে জানে কিন্তু দিতে জানেনা ।
আমার অুরোধ আপনারা নিজেকে ধ্বংস করার আগে ভেবে দেখুতো যার জন্য নিজেকে ধ্বংস করছেন সে কি একটুও অনুতপ্ত কিনা ? আর একটা বড় কথা হল জীবনটা দিয়েছেন মহান আল্লাহ তায়ালা সুন্দর ভাবে উপভোগ করার জন্য । কেউ যদি আপনার চলার পথ বন্ধ করে বা করার চেষ্ঠা করে তবে প্রতিবাদ করা শিখুন ঘোড়ে দাড়াবার চেষ্ঠা করুন আপনার আশে পাশে দেখবেন অনেক ভাল মানুষও বাস করে খুব সাভাবিক ভাবেই তাদের সাহাহ্য পাবেন । আত্তহন্ন করে চলে গেলেন সব শেষ । সমাজের খারাপ লোক গুলো আরো শক্তিশালি হবে আরো খারাপ কাজ করে ভালো মানুষের চলার পথেরে বাধা হয়ে দাড়াবে ।
সবার প্রতি আমার অনুরোধ আপনারা বাচুন সমাজকে বাচান দেশকে বাচান, প্রতিবাদ গড়ে তুলুন যাতে করে সমাজের খারাপরা আর মাথা তুলে দাড়াতে না পারে ।

শাওলীর সাথে আমি এক মত, কেন তার কথা সহকর্মীরা জেনেও চুপ করে থেকেছেন, কেন তাকে একজন মনোচিকিতসকের কাছে নেওয়া হল না ? কেন তাকে কোন সাপোর্ট দেওয়া হল না ? সেই সবাই মিলে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে—

এমন ঘটনা এখন অনেক ঘটছে। দুর্ভাগ্যজনক ভাবে পরিবার কিংবা সমাজ থেকে তারা কোন হেল্প ই পান না! অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হওয় সত্তেও তারা যে কেন ঘুরে দাড়াতে পারেন না সেটা আমার বোধগম্য না। আমি মনে করি এক্ষেত্রে লড়াইটা মেয়েদের নিজেদেরই। ভেতরে মানসিক শক্তিটাও তাদের নিজেদের ই অর্জন করে নিতে হবে। কিসের ভয় এত তাদের্। দেয়ালে পিঠ ঠেকে গেলে আত্মোহননের পথটা বেছে না নিয়ে একটু কি ঘুরে পাল্টা জবাব দেয়া যায় না? মরবোই তো, মরার আগে কি অসভ্য জানোয়ার গুলোকে মারা যায় না!? প্রত্যেকটা জীবন ই তো মূল্যবান! আমার সোয়াদ এর জন্য অনেক খারাপ লাগছে! ছেলেটা জীবনে বড্ড বেশি মার খেয়ে গেল! :'(