তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’ শুরু

উইমেন চ্যাপ্টার: প্রীতিলতা ব্রিগেডের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু স্মারক ভাস্কর্য চত্বরে আজ থেকে শুরু হল ‘তনুদের আত্মরক্ষা প্রশিক্ষণ’। বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশনের সহযোগিতায় আয়োজিত এই আত্মরক্ষা প্রশিক্ষণের প্রথমদিনে প্রীতিলতা ব্রিগেডের আহ্বায়ক লাকী আক্তারের নেতৃত্বে সতেরো জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষক হিসেবে ছিলেন তায়কোয়ান্দো ব্ল্যাকবেল্ট জেসমিন আক্তার রুমা।

Self defence 2আত্মরক্ষা প্রশিক্ষণের এ আয়োজন সম্পর্কে লাকী আক্তার বলেন, “নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভরসায় বসে থাকার সুযোগ নেই। তাই আমরা নিজেরাই আত্মরক্ষার উদ্যোগ গ্রহণ করেছি”।

প্রশিক্ষক জেসমিন আক্তার রুমা উচ্ছাস প্রকাশ করে বলেন, “সবার মধ্যে দ্রুত শেখার আগ্রহ আছে। প্রথমদিনেই তারা অনেক ভাল পারফরম করেছে।”

প্রতি শুক্রবার নিয়মিত এই প্রশিক্ষণ চলবে বলে প্রীতিলতা ব্রিগেড থেকে নিশ্চিত করা হয়। আত্মরক্ষা প্রশিক্ষণে যেকোনো বয়সের নারীদের অংশগ্রহণকে উৎসাহিত করা হচ্ছে। এছাড়াও খুব শিঘ্রই দেশের অন্যান্য জেলাও এ প্রশিক্ষণ শুরু হবে বলে জানানো হয়।

যোগাযোগের মাধ্যম:

কাজী রিতা

০১৬৮৭৩৫১৫২৩

 

শেয়ার করুন: