উইমেন চ্যাপ্টার: নারী অধিকার বিষয়ক অ্যাপ তৈরির লক্ষ্যে প্রতিযোগিতার আয়োজন করেছে আমরাই পারি, বাংলাদেশ (উই ক্যান, বাংলাদেশ) ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। ‘উই ক্যান-ড্যাফোডিল অ্যাপস ফেলোশিপ’ শীর্ষক এ প্রতিযোগিতায় ১৬ থেকে ৩০ বছর বয়সী যেকোনো ব্যক্তি অংশ নিতে পারবে। আজ থেকে প্রতিযোগিতার নিবন্ধন কার্যক্রম শুরু হবে। চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। ৫ মার্চ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব হবে।
বিজয়ীদের দুই লাখ টাকার প্রথম পুরস্কারসহ মোট পাঁচ লাখ টাকার পাঁচটি পুরস্কার দেওয়া হবে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বক্তব্য দেন আমরাই পারি, বাংলাদেশের চেয়ারপারসন সুলতানা কামাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সবুর খান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. ইউসুফ এম ইসলাম ও আমরাই পারি, বাংলাদেশের জাতীয় সমন্বয়ক জিনাত আরা হক।