গাম্বিয়ায় নিষিদ্ধ হলো নারী খৎনা

Haat 2উইমেন চ্যাপ্টার: গাম্বিয়ার প্রেসিডেন্ট, ইয়াহিয়া জামেহ মেয়েদের খৎনা প্রথাকে ‘ইসলামসম্মত’ নয় উল্লেখ করে তা নিষিদ্ধ করেছেন। জাতিসংঘের শিশু তহবিল বলছে, অধিকাংশ মুসলিম দেশের তিন-চতুর্থাংশ মেয়েকেই এই ব্যবস্থার মধ্য দিয়ে যেতে হয়। চিকিৎসকরা বলেন, এর ফলে ধনুস্টংকার, গ্যাংগ্রিন এবং হেপাটাইটিস এর মতো রোগ হতে পারে।

প্রেসিডেন্ট জামেহ বলেন, তিনি গত একুশ বছর ধরে বিষয়টি নিয়ে গবেষণা করছেন ইসলামিক পণ্ডিতদের সাথে, কোরান শরিফও ঘেঁটে দেখেছেন। কিন্তু এই প্রথা অনুশীলনের পক্ষে কোথাও কোনো প্রমাণ বা যৌক্তিকতা পাননি।

শেয়ার করুন: