মিজানুর খান: বাংলাদেশে গত ছ’মাসে ৪৩১ জন নারী ধর্ষিত হয়েছেন, ৮২ জনকে গণধর্ষণ আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪৫ জনকে- এই জরিপের ওপর ফেসবুকে লোকজনের মন্তব্য পড়ছিলাম। পড়তে পড়তে ভাবছিলাম এরা কারা, কোন গ্রহের? এ মানুষগুলোতে আমি, আপনি আর আমাদের আশেপাশের বন্ধু, ফ্রেন্ডস লিস্টে খুঁজলেও এদেরকে পাওয়া যাবে।
এই আমরাই ফেসবুকে নিজেদের ছবি আপলোড করি, ছোট ছোট স্ট্যাটাসে গাজায় গণহত্যার প্রতিবাদ জানাই। কিন্তু মন্তব্যগুলো যখন পড়ছিলাম অবাক হয়ে ভাবছিলাম, আসলেই কি আমরা এরকম? এরকম আমাদের বোধ, চিন্তা-চেতনা, মনুষ্যত্ব? আমাদের সমাজ?
যারা মন্তব্য করেছেন তাদের বেশিরভাগই, হয়তো ৭০ শতাংশ, ধর্ষণের জন্যে দায়ী করেছেন খোদ নারীকে।
কয়েকটি মন্তব্য এরকম: ‘ধর্ষনতো হবেই রাস্তায় দেখা যায় জামা পরেছে জামার নিচে ব্রা পরেছে এমন টাইট করে যেন জামা ফেটে স্তন বের হয়ে আসছে..’ ‘অর্ধ উলঙ্গ হয়ে ঘুরবা আর ধর্ষিত হবানা তাই কি হয়!’ ‘যেখানে দেখিবে লাউ,তাড়াতাড়ি খেয়ে নাও’ ‘কিছু কিছু মেয়ে আছে যারা ধর্ষনের আনন্দ নিতে চায়। তারা চায় তাদের দেহটা দেখে ছেলেরা আকর্ষন পাক।’ ‘বেশ্যাদেশে ধর্ষন হবে না তো কি হইব?’ শালীরা এটাই হওয়া উচিত । এটা তোদের বেহাইয়াপনার জন্য দায়ী। যেমন ভাব মারে মেয়েরা না জানি আমিই কবে ধর্ষকদের খাতায় নাম লেখাই’ ‘জোরকরে মিষ্টি খাওয়ালেতো মিষ্টিই লাগে….বুঝেননা?’ ‘ভাই বিশ্বাস করেন আপনারা যখন রাস্তায় বের হই আমি যদি মেয়েদের দিকে নাও তাকাই তারপরও মেয়েরা এমন ভাবে আমার দিকে তাকায় যেন আমার সব কিছু চেটেপুটে খেয়ে নিবে..’
আরেক দলের দাবি, পর্দা না মানার কারণে ধর্ষিত হচ্ছে নারীরা। যেমন: ‘পর্দা চালু করলে আর একজনও ধর্ষণের স্বীকার হবে না।’ ‘পর্দা নারীর জন্য সবচেয়ে নিরাপদ আশ্রয় । এটা করা ফরয’ ‘হিজাবি না হলে কমবে না।’
আবার কেউ দায়ী করেছেন বর্তমান সরকার, ডিজিটাল বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। যেমন: ‘হাসিনা ধষির্তা হলে আসল খবর পাওয়া যাবে’ ‘ধর্ষন কম হয়েছে আর হওয়া উচিৎ ছিল ৷ শেখ হাসিনা চিন্তিত ধর্ষন কম হবার কারনে’ ‘এর জন্য এই সরকারও দায়ী| এ সরকার থাকলে আরও ধর্ষণ হবে।’ ‘হাসিনা বুবুর ডিজিটাল বাংলাদেশে ধর্ষণ দিয়ে উদ্বোধনী ম্যাচ শুরু করলেন’ ‘digital bepar separ’
বাংলাদেশে ধর্ষণের জন্যে ভারতের দিকে আঙ্গুল আরেক দলের: ‘আর বেশি বেশি পাখি ড্রেস পর’ ‘যে সুন্দর পাখি ড্রেস বাহির হইছে ছেলেদের দেইখাইত মাথা নষ্ট। আবার ধর্ষিত হবে না। ‘সব দুষ ঐ হিন্দি ছিরিয়ালের’
ইত্যাদি ইত্যাদি। মাত্র কয়েকটা লিখলাম। এরকম আরও আছে, এর চেয়েও খারাপ মন্তব্য আছে, যা লেখার মতো না।
ফেসবুক তো এসব মন্তব্য করেনি। করেছি আমরাই, যারা ফেসবুক ব্যবহার করি।। এই ফেসবুক হচ্ছে সমাজের আয়না। ছোট্ট একটা উইন্ডো, উঁকি দিলে সমাজের ভেতরটা দেখা যায়।
জানা ছিলো না, আমরা এতোটাই নোংরা…
(ফেসবুক থেকে সংগৃহীত)