জয়া চাকমা-আমাদের গর্ব

Joya Chakmaউইমেন চ্যাপ্টার: জয়া চাকমা, কোনো আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশের পক্ষ হয়ে প্রথম নারী রেফারি। শ্রীলংকায় ১৪ তম ডিভিশনে তিনি এই সম্মান অর্জনের সুযোগ পান।

জীবনের স্মরণীয় মূহূর্তের কথা বলতে গিয়ে জয়া বলছিলেন, ‘শ্রীলংকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব -১৪ চ্যালেঞ্জ কাপে আমি রেফারি হিসেবে যোগ দিয়েছিলাম, যা ছিল বিদেশে কোনো বাংলাদেশি নারীর রেফারিং করার প্রথম ঘটনা। সেই টুর্নামেন্টে ভারত ও ইরানের মধ্যে ফাইনালে ম্যাচটির রেফারির দায়িত্ব পালন করেছিলাম আমি। চ্যালেঞ্জিং হলেও দায়িত্ব পালন করতে পেরে আমি গর্বিত’।

জয়া চাকমা এখন স্বপ্ন দেখেন বড় মাপের একজন রেফারি হওয়ার। সেই স্বপ্নের কথাই বলছিলেন তিনি। ‘আমি আন্তর্জাতিক ম্যাচে রেফারি হওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি’।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.