
নাহিদ এনাম: আমার বাচ্চাদের সথে আজ বাবা দিবসের কিছু মূহূর্ত।
“বাস্টার্ড চাইল্ড” বলতে নশ্বরে কিছু নেই।
আছে “বাস্টার্ড ফাদার” এন্ড “বাস্টার্ড মাদার”,যারা এই স্বর্গীয় দূতদের জন্ম দিয়ে রাস্তায় ফেলে রেখে তাদের ভাগ্য বদলে দেয়।
বাবা হারা দেশের সকল পথ’শিশুর বাবা আমি…
তারাই আমার স্বপ্ন….।
পাদটীকা: এই বিভাগটি চালু করা হয়েছে পুরুষদের জন্য, তারা প্রায়ই অভিযোগ করেন, তাদের নিজেদের কথা বলার জন্য আলাদা কোন প্ল্যাটফর্ম নেই, নারীদের আছে। নির্যাতিত নারীরা তাদের অভিযোগের কথা বলতে পারেন, তাদের জন্য আইনী সহায়তা আছে। কিন্তু পুরুষদের নেই, এমন অভিযোগ এন্তার। তাই তাদের কথা ভেবেই এই ক্যাটাগরিটি খোলা।