বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা আজ মুখোমুখি

Women+cric
ফাইল ছবি

উইমেন চ্যাপ্টার: সুপার টেনের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শোচনীয় পরাজয়ের পরদিনই  বাংলাদেশের মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুই হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ চ্যালেঞ্জ দিয়ে। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে আজ বুধবার বেলা সাড়ে তিনটায় মাঠে নামছেন সালমা-রুমানারা।

বলা যায়, পুরুষদের পরাজয়ের কাঁটা গলায় নিয়েই মেয়েরা মাঠে নামছেন আজ। তবে গত কয়েকটি ম্যাচেও বালাদেশের মেয়েরা সাফল্য আনতে পারেনি।

কাগজ-কলমের হিসেবে এই ম্যাচে স্পষ্টতই এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শিরোপা-প্রত্যাশী ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসের চূড়ায় আছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

অন্য দিকে বাংলাদেশের এটাই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ। অনভিজ্ঞ বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে এখনো নতুন, হাতে গোণা কয়েকটি সাফল্য ছাড়া তেমন কিছুই নেই বলা চলে।

বিশ্বকাপ অভিযান শুরুর আগে দুটি ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এর কিছুদিন আগে কক্সবাজারে ভারতের কাছে ৩-০ এবং পাকিস্তানের সঙ্গে ২-০ তে সিরিজ হেরেছে সালমা খাতুনের দল।

এর পরও আশার কমতি নেই বাংলাদেশের মেয়েদের। টুর্নামেন্ট শুরুর আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক সালমা খাতুন বলেছিলেন, তাদের স্বপ্নটা খুব বেশি বড় নয়, তবে সেমি-ফাইনালে খেলার আশা দলের সবারই আছে।

বাংলাদেশে পা রাখার আগে খুব বড় আশা ওয়েস্ট ইন্ডিজেরও ছিল না। আগের মাসেই নিউ জিল্যান্ড থেকে ৪-০তে সিরিজ হেরে এসেছে ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা। তবে বাংলাদেশে এসে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ জিতে তাদের আত্মবিশ্বাস এখন অনেক উঁচুতে।

এখন মূল পর্বে ইংল্যান্ডকে হারানোর পর ভালো কিছুর প্রত্যাশাই করছে ওয়েস্ট ইন্ডিজ।  টি-টোয়েন্টি বিশ্বকাপে গত দুই বারের সেমি-ফাইনালিস্টরা অভিজ্ঞতায়ও বাংলাদেশের চেয়ে এগিয়ে। তবে বাংলাদেশের মেয়েরা খেলছেন নিজের দেশে। ঘরের দর্শকদের সমর্থন তাদের হয়তো মানসিকভাবে অনেকটাই এগিয়ে রাখবে।

শেয়ার করুন: