সেমিফাইনালে সেরেনা-শারাপোভা

Serena-Sharapovaউইমেন চ্যাপ্টার: সনি ওপেনে মেয়েদের এককের সেমি-ফাইনালে শুক্রবার আবারো মুখোমুখি হতে যাচ্ছেন সেরেনা উইলিয়ামস ও মারিয়া শারাপোভা।

যুক্তরাষ্ট্রের মিয়ামিতে এই প্রতিযোগিতার শেষ চারে ওঠার পথে মেয়েদের র‌্যাঙ্কিংয়ের সেরা খেলোয়াড় সেরেনা ৬-২, ৬-২ গেমে সহজেই হারান জার্মানির অ্যাঞ্জেলিক কেরবারকে। ম্যাচটি জিততে ৬২ মিনিট সময় নিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন সেরেনা।

বুধবার হয়ে যাওয়া শেষ আটের অপর ম্যাচে চতুর্থ বাছাই শারাপোভা ৯০ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-১ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কুইতোভাকে।

শুক্রবার এই দুই তারকা ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন। যদিও মার্কিন তারকা সেরেনার বিপক্ষে রুশ শারাপোভার সাফল্য খুব বেশি নেই।

২০০৪ সালে সেরেনাকে শেষবার হারিয়েছিলেন সাবেক এক নম্বর খেলোয়াড় মারিয়া শারাপোভা। এরপর টানা ১৪ ম্যাচে সেরেনার কাছে হেরেই চলেছেন চারটি গ্র্যান্ড স্ল্যামজয়ী শারাপোভা।

এদিকে পুরুষদের এককে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন রাফায়েল নাদাল, নোভাক জোকোভিচ, রজার ফেদেরার ও অ্যান্ডি মারে। বুধবার শেষ আটে ওঠার লড়াইয়ে স্পেনের টমি রব্রেদোকে ৬-৩, ৭-৫ গেমে হারান জোকোভিচ। কোয়ার্টার-ফাইনালে তিনি খেলবেন অ্যান্ডি মারের বিপক্ষে। ব্রিটেনের মারে ৬-৪, ৬-১ গেমে হারান ফ্রান্সের জো-উইলফ্রেড সোঙ্গাকে।

শীর্ষ বাছাই নাদাল ৬-২, ৬-২ গেমে হারিয়েছেন ইতালির ফ্যাবিও ফগনিনিকে। শেষ আটে তার প্রতিপক্ষ কানাডার মিলোস রাওনিচ। ফেদেরার ৬-১, ৬-২ গেমে সহজেই হারান ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে। কোয়ার্টার-ফাইনালে তিনি খেলবেন জাপানের কেই নিশিকোরির বিপক্ষে। চতুর্থ বাছাই স্পেনের দাভিদ ফেরারকে ৭-৬, ২-৬, ৭-৬ গেমে হারিয়ে চমক দেখান নিশিকোরি।

শেয়ার করুন: