আরাফাতুল ইসলাম, জার্মানি থেকে: সাগর সরোয়ার ভাইয়ের মায়ের সঙ্গে আমার কখনো দেখা হয়নি৷ তবে তাঁর কথা শুনেছি অনেক৷ মনে পড়ে, সাগর-রুনি হত্যাকাণ্ডের পর আমার পাশে বসে একজন ফোন করেছিলেন তাঁকে৷ তিনি ফোন ধরে কান্নায় ভেঙ্গে পড়েন৷ ফোনটি ছিল জার্মানি থেকে৷ সাধারণত তাঁর ছেলে তাঁকে জার্মানি থেকে ফোন করতেন৷ সেই স্মৃতি মনে পড়ায় কেঁদেছিলেন তিনি৷ এই কান্না সহ্য করা আমার পক্ষে সম্ভব নয়৷ তাই তাঁকে ফোন করি না৷
সাগরের মা তাঁর ছেলে, ছেলের বউয়ের কবর এখনও জিয়ারত করেননি৷ তিনি প্রতিজ্ঞা করেছেন, হত্যাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত সাগর-রুনির কবর জিয়ারত করবেন না৷ একমাত্র ছেলেকে হারানো এই মায়ের জীবন এখন অনেক কষ্টের৷ তাঁর কষ্ট লিখে কিংবা বলে প্রকাশের সাধ্য আমার নেই৷ সন্তানের অভাব কারো পক্ষে কোনোভাবে পূরণ সম্ভব নয়৷
তবে মায়ের প্রতিজ্ঞা রক্ষার চেষ্টা আমরা করতে পারি৷ সাগর-রুনির প্রকৃত খুনিদের গ্রেপ্তার এবং বিচারের ব্যবস্থা করে সেটা সম্ভব৷ আসুন আমরা সাংবাদিকরা এই মায়ের কথা, ছোট্ট মেঘের কথা চিন্তা করে আবারো এক হই৷ সম্মিলিতভাবে আমাদের ক্ষমতা অনেক৷ রাতের আধারে দুই সহকর্মীর জীবন কেড়ে নেয়া হায়নাদের ধরতে এই ক্ষমতা কাজে লাগানো যেতে পারে৷
আসুন সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলি, সাগর-রুনি’র হত্যাকারীদের বিচার চাই৷
(লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত)