ককটেলকে বল ভেবে ‘খেলতে’ গিয়ে দুই শিশু আহত

ctg_Bomb_Blast_Injured উইমেন চ্যাপ্টার ডেস্ক: বিরোধীদলীয় জোটের দ্বিতীয় দফা হরতালের দ্বিতীয় দিন দুপুরে চট্টগ্রামে বল ভেবে হাতবোমা নিয়ে খেলতে দিয়ে মারাত্মকভাবে আহত হয়েছে দুই শিশু।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর খুলশী থানার ঝাউতলা রেলওয়ে বস্তির কাছে ঘটনাটি ঘটে।

খুলশী থানার এসআই আনসারুল করিম সাংবাদিকদের বলেন, কুড়িয়ে পাওয়া ককটেলকে টেনিস বল ভেবে উপরে জড়ানো টেপ খুলতে গেলে ককটেলটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের ফলে ককটেলের স্প্লিন্টারে গুরুতর আহত হয়েছে সুরমা (১০) ও লালমিয়া (৯)। তিনি আরও জানান, স্প্লিন্টারে সুরমার পা, গলা ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। লালমিয়া হাতে ও পায়ে জখম হয়েছেন। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সুরমা রেলওয়ে বস্তির বাসিন্দা মো. রতনের মেয়ে এবং লাল মিয়ে একই বস্তির আবদুল খালেকের ছেলে।

শেয়ার করুন: