উইমেন চ্যাপ্টার ডেস্ক: তৈরি পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি প্রস্তাব মেনে নেয়ার জন্য দুই সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে কয়েকটি শ্রমিক সংগঠন।
মঙ্গলবার রাজধানীর তোপখানা রোডে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কার্যালয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামসহ শ্রমিকদের ১২টি সংগঠনের নেতাদের এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেয়া হয়।
উপস্থিত অন্যতম সংগঠনগুলো হলো গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম, বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন, সমন্বিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি।
নেতারা বলেন, আগামী ১৮ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে সারা দেশে গার্মেন্টস কারখানায় ধর্মঘটসহ কঠোর আন্দোলনে যাবে শ্রমিকরা।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু বলেন, “১৮ নভেম্বরের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্বিবেচনা করা না হলে পরদিন থেকে সারা দেশে কারখানায় ধর্মঘটসহ কঠোর কর্মসূচি দেয়া হবে।”
সোমবার মজুরি বোর্ডের নবম সভায় শ্রমিকদের ন্যূনতম বেতন ৫ হাজার ৩০০ টাকা নির্ধারণের প্রস্তাব চূড়ান্ত করে।
এই প্রস্তাব মানেনি মালিকপক্ষ। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে। তাদের মতে বর্তমানে এই স্কেলে মজুরি দেয়ার সামর্থ্য মালিকদের নেই।