উইমেন চ্যাপ্টার: সারাবিশ্ব থেকে সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠিত ১০০ জন নারীকে লন্ডনে বিবিসির সদর দফতরে হাজির করার এক অনন্য উদ্যোগ নিয়েছে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। বিবিসি জানিয়েছে, এই নারীরা আসছেন বিশ্বের নানা প্রান্তর থেকে, বিভিন্ন আর্থ-সামাজিক ক্ষেত্র থেকে। বাংলাদেশ থেকেও যাচ্ছেন পোশাক কারখানার মালিক রুবানা হক।
পেশায় তাঁরা কেউ গান করেন, কেউ মানুষের জীবন বাঁচান, সংসার করেন, কেউ ব্যবসা করেন, লেখা-লেখি করেন, ধর্ম প্রচার করেন, অভিনয় করেন, কৌতুক করেন।
অক্টোবরের ২৫ তারিখে তাঁরা সবাই বিবিসির প্রাণকেন্দ্র লন্ডনে অবস্থিত ব্রডকাস্টিং হাউস-এ সমবেত হবেন। দিনভর চলবে তাদের নিয়ে এবং তাদের মধ্যে আলোচনা- বিতর্ক।
বিবিসির সবগুলো চ্যানেল অর্থাৎ বিবিসি টিভি, রেডিও ও অনলাইনের মাধ্যমে শ্রোতা-দর্শকরা জানতে পারবেন এই নারীদের কথা।
বিবিসি জানিয়েছে, এদিন তারা শতনারীর কাছে জানতে চাইবেন, তারা নারীদের বিষয়ে কী ভাবছেন, নারীদের ভবিষ্যত বদলে দিতে তারা কী দিক-নির্দেশনা দেবেন, বর্তমান বিশ্বে নারীদের অবস্থার কোথায়, এবং আগামী দিনগুলোর জন্য তাঁদের লক্ষ্য কী, ইত্যাদি।
বিবিসি নির্বাচিতদের নারীদের মধ্যে সাংবাদিক, লেখক, কবি, ব্যবসায়ী, ছাত্রী, আইনজীবী, সেবিকা, রাজনীতিবিদ, পত্রিকা সম্পাদক, মন্ত্রী, সঙ্গীত শিল্পী, শিক্ষক, চলচ্চিত্র পরিচালক, প্রকৌশলী, অভিনয় শিল্পী, অর্থনীতিবিদ, বিতার্কিক, এনজিও প্রতিষ্ঠাতা, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট, চিকিৎসক, ব্যারিস্টার, ইতিহাসবিদ, চিত্রশিল্পী, ব্যাংকার, গবেষক, কৌতুকশিল্পী, ইসলামিক গবেষক প্রমুখ রয়েছেন।
অংশগ্রহণকারী ১০০জন নারীর পরিচয় নিচে দেওয়া হল, উপরের ছবিতে তাঁদের অবস্থান অনুযায়ী:
প্রথম সারি (বাঁ থেকে ডান)
সালওয়া আবু লিবদেহ – ফিলিস্তিনি টেলিভিশন সাংবাদিক
মাদাউয়ি আল-রশিদ – সৌদি গবেষক, জেন্ডার বিশেষজ্ঞ
নাদিয়া আল-সাক্কাফ – সম্পাদক, ইয়েমেন টাইমস
স্রেমম আং – কম্বোডিয়া থেকে, ফ্যাশন ডিজাইনার
এ্যানা এ্যারোস্মিথ – ব্রিটিশ যৌন সিনেমা পরিচালক
জয়েস আয়োকো আরুগা – শিক্ষক, কেনিয়া
মো থুজার অং – উপ পরিচালক, মিয়ানমার রাষ্ট্রীয় টেলিভিশন (এমআরটিভি)
রেহানা আযিব – ব্যারিস্টার, লন্ডন
সেভেতলানা বাখমিনা – আইনজীবী, রাশিয়া
জয়নাব হাওয়া বাঙ্গুরা – যুদ্ধে যৌন সহিংসতা বিষয়ে জাতিসংঘ প্রতিনিধি
দ্বিতীয় সারি
মাইকেলা বার্গম্যান – সামাজিক বিষয়ে প্রধান পরামর্শদাতা, ইউরোপিয়ান ব্যাংক ফর রিকন্সট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট
ক্লেয়ার বের্টশিঙ্গার – সুইস নার্স, যার কাজে অনুপ্রাণিত হয়ে ‘লাইভ এইড’ কনসার্ট হয়েছিলো
ইনগ্রিড বেতানকো – কলম্বিয়ার রাজনীতিক, এক সময়ে ফার্ক গেরিলা গোষ্ঠীর হাতে জিম্মি
শেরি ব্লেয়ার – ব্রিটিশ আইনজীবী
এমা বোনিনো – পররাষ্ট্রমন্ত্রী, ইতালি
ইভন ব্রুস্টার – থিয়েটার পরিচালক, শিক্ষক, লেখক
গুরিন্দার চাধা – ব্রিটিশ সিনেমা পরিচালক
নেরভানা মাহমুদ – মিশরিয় ব্লগার, ভাষ্যকার
ইরিনা চক্রবর্তী – ভারতীয় বংশোদ্ভূত রুশ প্রকৌশলী
ইভেলেস চিমালা – ধাত্রী, মালাউয়ি
তৃতীয় সারি
চিপো চুং – চীন বংশোদ্ভূত জিম্বাবুইয়ান অভিনেতা
হেলেন ক্লার্ক – প্রধান, জাতিসংঘ উন্নয়ন সংস্থা (ইউএনডিপি)
ডায়ান কয়েল – অর্থনীতিবিদ, লেখক, ব্লগার
ক্যারোলাইন ক্রিয়াদো-পেরেজ – ব্রিটিশ সাংবাদিক, নারীবাদী আন্দোলনকারী
জোডি ডে – প্রতিষ্ঠাতা, গেটওয়ে উইমেন নেটওয়ার্ক
এস ডেভলিন – ব্রিটিশ থিয়েটার ডিজাইনার
ক্লারা ডবরেভ – আইনজীবী ও অর্থনীতিবিদ, হাঙ্গেরি
এফুয়া ডরকেনু – নারী লিঙ্গচ্ছেদের বিরুদ্ধে আন্দোলনকারী
সিগ্রিডুর মারিয়া এগিলস্ডটিয়ের – বিতর্ক চ্যাম্পিয়ন, আইসল্যান্ড
মারওয়া এল-ডালি – মিশরিয় তৃণমূল উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠাতা
চতুর্থ সারি
বুশরা এল-তুর্ক – লেবাননি বংশোদ্ভূত ব্রিটিশ সুরকার
ওবিয়াজেলি এজেকুয়েসি – সিনিয়র উপদেষ্টা, ওপেন সোসাইটি ফাউন্ডেশন
ক্যারোলিন ফারো – ক্যাথোলিক লেখক, গর্ভপাত বিরোধী আন্দোলনকারী
এ্যান স্টেলা ফোমামবড – নারী অধিকার আন্দোলনকারী, ক্যামেরুন
টেরেসা ফোরকাডেস – স্পষ্টভাষী নান, স্পেন
রাযান ঘাযাউয়ি – সিরিয় ব্লগার
রেবেকা গমপার্ট –প্রধান, উইমেন অন ওয়েভস্, হল্যান্ড
ট্যানি গ্রে-টম্পসন – প্যারালিম্পিক গেমসে ১১টি স্বর্ণ বিজয়ী
পারভিন হাসান – রক্ষণশীল দলের সংগঠক, ব্রিটেন
বারবারা হিউসন – সিনিয়র ব্যারিস্টার, ব্রিটেন
পঞ্চম সারি
আনিস হিদাইয়া – অভিবাসী শ্রমিকদের পক্ষে আন্দোলনকারী, ইন্দোনেশিয়া
ডেবোরা হপকিনস্ – ব্রিটিশ মা এবং আন্দোলনকারী
রোস হাডসন-উইলকিনস্ – জামাইকা বংশোদ্ভূত ব্রিটিশ ধর্মযাজক
বেটানি হিউস – ইতিহাসবিদ, লেখক, উপস্থাপক
রুবানা হক – গার্মেন্টস কারখানা মালিক, বাংলাদেশ
লেয়লা হুসেইন – প্রতিষ্ঠাতা, ডটার্স অফ ইভ, সহিংসতা বিরোধী আন্দোলনকারী
হেদার জ্যাকসন – প্রতিষ্ঠাতা, টু পারসেন্ট ক্লাব
সেলিনা যাহারা জানমোহাম্মদ – ব্লগার, ভাষ্যকার, লেখক
লরা ইয়ানের-ক্লসনার – রিফর্ম জুডাইসম, ব্রিটেন
আওয়েন জিন – সমকালীন শিল্পী, চীন
ষষ্ঠ সারি
এ্যান্ডি কাওয়া – ব্যবসায়ী, দক্ষিণ আফ্রিকা
তেহমিনা কাজি – পরিচালক, ব্রিটিশ মুসলিমস ফর সেকুলার ডেমোক্রেসি
জুড কেলি – শিল্প নির্দেশক, সাউথব্যাংক সেন্টার, লন্ডন
ফেরেস্তে খসরুজেরদি – দৃষ্টি প্রতিবন্ধী গায়ক, ইরান
কানিয়া কিং – প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী, মোবো
ফওযিয়া কুফি –সদস্য এবং প্রাক্তন স্পিকার, আফগানিস্তান জাতীয় সংসদ
দিন করজুন – অভিনেতা এবং উন্নয়ন কর্মী, রাশিয়া
বেটি লালাম (ছবি নেই) – শিক্ষক, উগান্ডা
মার্থা লেন-ফক্স – ব্রিটিশ প্রযুক্তিগত উদ্যোক্তা
পারিস লিস – হিজরা উপস্থাপক
সপ্তম সারি
এ্যান লেসলি – সাংবাদিক, ব্রিটেন
শন লিন্ডলে – সামাজিক প্রযুক্তি গবেষক
পন্টসো মাফেথে – প্রোগ্রাম আয়োজক, কমিক রিলিফ
ব্রুক মাগনান্টি – মার্কিন নৃতত্ত্ববিদ এবং প্রাক্তন যৌন কর্মী
মাসাখোয়ে মাসিরে-মুয়াম্বা – উপ মহাসচিব, কমনওয়েলথ
শার্লি মেরেডিন – প্রতিষ্ঠাতা সদস্য, গ্রোইং ওল্ড ডিসগ্রেসফুলি
সামার সামির মেযঘানি – তরুণ লেখক, তিউনিসিয়া
সাজিয়া মির্জা – ব্রিটিশ কমেডিয়ান
অদিতি মিত্তাল – ভারতীয় কমেডিয়ান
রোসমেরি মল্লো – আদিবাসী আন্দোলনকারী, বলিভিয়া
অষ্টম সারি
ওরযালা আশরাফ নেমাত – বুদ্ধিজীবী, আফগানিস্তান
পলিন নেভিল-জোনস – প্রাক্তন নিরাপত্তা এবং সন্ত্রাস-বিরোধী মন্ত্রী, ব্রিটেন
সুসি ওরবাচ – মনস্তত্ত্ববিদ এবং লেখক
মিরিনা পানানেন – ইসলামী গবেষক
ক্লডিয়া প্লাজ ই প্লাজ – এ্যাটর্নি জেনারেল, গুয়াতেমালা
মারিয়ান পার্ল – ফরাসী সাংবাদিক, প্রতিষ্ঠাতা, চাইম ফর চেঞ্জ
লরা পেরিনস – মা, ঘর-সংসার করেন
শারলট রেভেন – ব্রিটিশ সাংবাদিক ও নারীবাদী
গেইল রেবাক – প্রধান নির্বাহী, র্যান্ডম হাউস, ব্রিটেন
জাসটিন রবার্টস – প্রতিষ্ঠাতা, মামস্নেট
নবম সারি
সেরাহ রজার্স – প্রতিষ্ঠাতা, ভয়েস অফ উইমেন কমিউনিটি রেডিও, সিয়েরা লিওন
ফাতিমা সাইদ – মিশরিয় বংশোদ্ভূত ব্রিটিশ গণতন্ত্রকামী আন্দোলনকারী
বালভিন্দার সন্দ – সভাপতি, শিখ নারী জোট
কামিলা শামসি – ব্রিটেন-ভিত্তিক পাকিস্তানী লেখক
দিব্য শর্মা – ভারতীয় ইলেক্ট্রনিক্স প্রকৌশলী
বাহিয়া শেহাব – মিশরিয় শিল্পী এবং ইতিহাসবিদ।
জোয়ানা শিল্ডস – প্রধান নির্বাহী, টেক সিটি ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন
স্টেফানি শার্লি – ব্যবসায়ী
ক্লেয়ার শর্ট – ব্রিটিশ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী
জ্যাকি স্মিথ – ব্রিটিশ রাজনীতিক, প্রাক্তন মন্ত্রী
দশম সারি
কেইট স্মার্থওয়েইট – ব্রিটিশ কমেডিয়ান, অভিনেতা
রাইনাটু সো – প্রতিষ্ঠাতা মেক এভেরি ওমান কাউন্ট
লুইস স্টিফেনসন – শিক্ষানবিশ কাউন্সেলার
মে থা হ্লা – প্রতিষ্ঠাতা, মিয়ানমার স্কুল নির্মাণ সংস্থা
সেরাহ ওয়াকার (ছবি নেই) – প্রধান, ব্রিটিশ কালেক্টিভ অফ প্রসটিচিউটস্
নাতাশা ওয়ালটার – ব্রিটিশ লেখক
জুডিথ ওয়েব – পুরুষদের নিয়ে গঠিত ব্রিটিশ সেনা স্কোয়াড্রনের প্রথম নারী কমান্ডার
সাদিয়া জাহিদি – প্রধান, জেন্ডার প্যারিটি এ্যান্ড হিউম্যান ক্যাপিটাল, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম
দিনারা যরোবেকোভা – ছাত্র, কিরঘিজস্তান