উইমেন চ্যাপ্টার ডেস্ক: কৃত্রিম পেট লাগিয়ে কোকেইন পাচার করতে গিয়ে কলম্বিয়ান পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এক নারী।
কর্নেল এস্তেবান এরিস বলেন, এয়ার কানাডা ফ্লাইটে উঠার আগ মূহূর্তে তল্লাশির সময় ওই নারীর পেট অস্বাভাবিক ঠান্ডা ও শক্ত মনে হয়। সন্দেহ হলে তাবিথা লিয়া রিচি নামের ২৮ বছর বয়সী ওই নারীকে তল্লাশি করা হয়। তল্লাশিতে দেখা যায়, ওই নারীকে প্রথম দর্শনে গর্ভবতী মনে হলেও মূলত তার শরীরের সাথে লাগানো পেটটি ভুয়া। পরে সেখান থেকে দুই কেজি কোকেইন বের করা হয়।
গত ৬ আগস্ট রিচি সমাজকর্মী পরিচয়ে কলম্বিয়ায় প্রবেশ করে বলে দেশটির পুলিশ জানিয়েছে। বিস্তারিত তথ্য জানতে জানতে চাইলেও তাতে কোনও সাড়া দেয়নি দেশটির কানাডিয়ান দূতাবাস।
কলম্বিয়ার এক উচ্চপদস্থ প্রশাসনিক কর্মকর্তা জানান, দেশটির হাজতে বর্তমানে ৮৭৪ জন বিদেশি রয়েছে। যাদের বেশিরভাগই নেশাদ্রব্য পাচারের অভিযোগে অভিযুক্ত।