মালালা ইউসুফজাইয়ের প্রথম পোট্রেট উন্মোচন করা হয়েছে লন্ডনের ন্যাশনাল পোট্রেট গ্যালারিতে। এক মিটার উচ্চতার এই পোট্রেটটি এঁকেছেন জনাথান ইয়েও, ব্রিটেনের অন্যতম শীর্ষ পোট্রেট পেইন্টারদের একজন। ছবিতে তিনি ১৬ বছরের এই কিশোরীকে হোমওয়ার্ক করতে দেখিয়েছেন।
মেয়েদের শিক্ষার অধিকার আদায়ে সোচ্চার পাকিস্তানী কিশোরী কন্যা মালালাকে গত বছর তালেবান জঙ্গিরা গুলি করেছিল। এরপর চিকিৎসার জন্য তাকে ব্রিটেনে নিয়ে আসার পর থেকে নিরাপত্তার কারণে এখানেই আছে সে।
গ্যালারি কর্তৃপক্ষ বলছেন, জানুয়ারি পর্যন্ত এই পোট্রেটটি এখানে প্রদর্শিত হবে, এরপর মালালার শিক্ষা অধিকার আন্দোলনের তহবিল জোগাড় করতে এটি বিক্রি করে দেওয়া হবে। জনাথান বলছিলেন, মালালার ছবি আঁকতে পারাটা তার জন্য সৌভাগ্যের। এইটুকু জীবনে যে অভিজ্ঞতার মধ্য দিয়ে সে গেছে এবং বিশ্বের কাছে তার যে ভাবমূর্তি গড়ে উঠেছে, তারপরও সে একজন শুধুই কিশোরী। এটাই এই ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে।
তিনি আশা করেন যে, ছবিতে এমন একজনকে চিত্রায়িত করা হয়েছে যে কিনা একই সাথে প্রভূত শক্তি এবং জ্ঞানের অধিকারী, আবার বৈষম্য-শোষণ-নির্যাতনের শিকার ও বয়সেও তরুণ। : উইমেন চ্যাপ্টার