সাধারণ মানুষের জীবন এতো সস্তা?

সুপ্রীতি ধর:

সাধারণ মানুষের জীবন যে কত সস্তা হতে পারে একটা দেশের প্রধানমন্ত্রীর কাছে, তা শেখ হাসিনাকে যারা চেনে না, জানে না, দেখেনি, তাদের পক্ষে বিশ্বাস করা কঠিন। গত কয়েকদিনে দেশের পরিস্থিতি নিয়ে এই প্রবাসে আমার অনেক সহকর্মী, বন্ধু আমাকে এই প্রশ্নটাই করেছে, ‘কীভাবে সম্ভব?’ ওরা খবরে জেনেছে বাংলাদেশে কী হচ্ছে! আমি এর কোন উত্তর জানি না বলে দিতে পারিনি। যা জানি তাহলো, দেশ স্বাধীনের পর থেকে যা যা হয়ে এসেছে আমাদের ইতিহাসে, বর্তমান প্রধানমন্ত্রী তারই ধারাবাহিকতা বজায় রেখে চলেছেন। কোন কোন ক্ষেত্রে, বিশেষ করে গুম-খুনের ক্ষেত্রে, বাক্ স্বাধীনতার ক্ষেত্রে অতীতের যেকোনো সময়ের নৃশংসতা, পাশবিকতাকেও হার মানিয়েছেন তিনি। গত কয়েকদিনে দেশে যা হলো বা এখনও হচ্ছে প্রকারান্তরে, তা অতীতে আমরা দেখিনি। এতোটাই ভয়াবহ দিন পার করছি পুরো দেশের মানুষ। কতগুলো পরিবার একেবারে ধ্বংস হয়ে গেছে সামাজিক ও মানসিকভাবে, তার পরিসংখ্যান কখনও জানতে পারবো না। অর্থনৈতিকভাবে বিপর্যয়ের কথা নাইবা বললাম নতুন করে!

পুরো ঘটনায় বিশ্বে ভয়াবহ রকমের নেতিবাচক একটা দিক স্পষ্ট হয়ে গেছে বাংলাদেশ সম্পর্কে। আমরা কতটা বর্বর, কতটা নৃশংস, কতটা অগণতান্ত্রিক, তা উন্মোচিত হয়ে গেছে বিশ্বের সামনে। অথচ বাঙালী, বাঙালী সংস্কৃতির কী বড়াই-ই না আমরা করেছি এতোদিন! এখন আর সেই মুখ আমাদের নেই।

গতকাল একটা নিউজ ক্লিপ দেখছিলাম যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশ হেসে হেসেই বর্তমান পরিস্থিতির বয়ান দিচ্ছেন। তিনি তাঁর বক্তব্যে গত কয়েকদিনে ছাত্রলীগ, পুলিশের কী কী ক্ষতি হয়েছে তার খতিয়ান তুলে ধরেছেন, কিন্তু বললেন না শিক্ষার্থীসহ কতজন হতাহত হলো! কত মায়ের বুক খালি হলো শুধুমাত্র তাঁর একার জিদ, গোয়ার্তুমি আর জিভের কারণে! এতোটাই ক্ষুরধান তাঁর জিভ! খুব সহজেই যে সমস্যার সমাধান তিনি করতে পারতেন, সেটাকে তিনি ঠেলে দিয়েছেন মহা বিপর্যয়ের দিকে। প্রাণ গেছে কয়েকশ মানুষের, দেশের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার। এই ঘটনার পুরো দায়ভার প্রধানমন্ত্রীর একার, আর তাঁর দলের সাধারণ সম্পাদকের। এখনও এরা সবাই বহাল আছে কী করে তা ভেবেও ক্লান্ত লাগে।

এতোগুলো মায়ের বুক খালি করেও মুখ থেকে হাসি সরে না প্রধানমন্ত্রীর। ভয়াবহ রকমের সাইকোপ্যাথ না হলে এমনটা সম্ভব না। এতো এতো মানুষের রক্ত হাতে নিয়েও তিনি কী করে ক্ষমতায় বহাল তবিয়তে থাকেন, তাই এখন দেখার বিষয়।

লেখক: সম্পাদক, উইমেন চ্যাপ্টার

শেয়ার করুন: