কবে সচেতন হবে সবাই?

Motor byke accident
ছবি কৃতজ্ঞতা: ডেইলি স্টার

উইমেন চ্যাপ্টার: একটি মোটর সাইকেল, সাথে বড় মানুষ পাঁচজন আর একটি শিশু রাস্তায় পড়ে আছে। শিশুটি কোথায়? একটু খেয়াল করে দেখুন, ছোট্ট ফুটফুটে শিশুটি মোটর সাইকেলের নিচে চাপা পড়ে আছে। দৃশ্যটা ভাবলেই গা শিউড়ে উঠছে। রাস্তার পাশের বেড়াতে আসা মানুষগুলোর উৎকণ্ঠিত চেহারা বলে দিচ্ছে দৃশ্যটির ভয়াবহতা। রাজধানীতে এমন দৃশ্য হরহামেশাই ঘটছে শুধুমাত্র কিছু মানুষের অসচেতনতার কারণে। ঢাকার হাতিরঝিল এখন মানুষের চারণভূমি, বিশেষ করে ঈদের ছুটিতে সব মানুষ একটু দম নিতে ছুটছে সেই এলাকায়। লোকে লোকারণ্য প্রতিদিন। এর মধ্যেই শা শা করে ছুটছে যান্ত্রিক মানুষগুলো তাদের বাহন নিয়ে। কোন নিয়মনীতির বালাই নেই গাড়ি চালনায়। মোটর সাইকেল আরোহীদের হেলমেট পরা বাধ্যতামূলক হলেও খুব কমই দেখা যায় তা মেনে চলতে। তেমনই একটি বাইকে ছিল তিন আরোহী, ওদের বেপরোয়া গতি নিমিষেই চুরমার করে দিল একটি পরিবারের আনন্দকে। স্বামী-স্ত্রী এসেছিলেন তাদের কোলের শিশু নিয়ে। মূহূর্তেই ছিটকে পড়ে সবাই। বাচ্চাটি চলে যায় বাইকের তলে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে নেয়া হয়েছে হাসপাতালে। কবে সচেতন হবে মানুষ, কবে নিরাপদ হবে মানুষের জীবন? ।

শেয়ার করুন: