মস্কোতে বোল্টের চ্যাম্পিয়নশিপ পুনঃরুদ্ধার

উইমেন চ্যাপ্টার ডেস্ক: অ্যাথলেটিক্সের ‘বিশ্ব চ্যম্পিয়নশিপ’ এর ১০০ মিটারের শিরোপা পুনরুদ্ধার করলেন উসাইন বোল্ট।

দক্ষিণ কোরিয়াতে গত আসরের মতো ফলস স্টার্ট এর কারণে না পারলেও রোববার রাতে মস্কোতে তাকে পেছনে ফেলতে পারেনি কেউই।

৯.৭৭ সেকেন্ড সময় নিয়ে জ্যামাইকার এই গতিমানব ১০০ মিটার দৌড়ে সোনা জিতেন। যুক্তরাষ্ট্রের জাস্টিন গ্যাটলিন জিতেন রুপা। আর তৃতীয় তথা ব্রোঞ্জ পদক জিতেন বোল্টেরই স্বদেশী নেস্তা কার্টার। চতুর্থ ও পঞ্চম স্থানেও ছিলেন জ্যামাইকার দুই দৌড়বিদ।

২০০৯ সালে বার্লিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যম্পিয়নশিপে ১০০ মিটার ২০০ মিটার ও ৪x১০০ মিটারে সোনা জিতেছিলেন উসাইন বোল্ট। কিন্তু ২০১১ সালে দক্ষিণ কোরিয়াতে ফাইনালে ফলস স্টার্টের জন্য ১০০ মিটার দৌড়ে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। সেবার ১০০ মিটারের নতুন বিশ্ব চ্যম্পিয়ন হয়েছিলেন তারই স্বদেশী ইয়োহান ব্লেক।

২০০৮ সালের বেইজিং অলিম্পিকে তিনটি সোনা এবং ২০১২ সালের লন্ডন অলিম্পিকে তিনটি ইভেন্টে আবারও সোনা জিতলেও বিশ্ব চ্যম্পিয়নের খেতাবটা ফিরে পেতে উদগ্রিব ছিলেন তিনি।

মস্কোতে সোনা জিতে ট্র্যাকে নিজের একাধিপত্য আবারও প্রমাণ করলেন। বিশ্ব চ্যম্পিয়নশিপে তাঁর সোনার সংখ্যা দাঁড়ালো ছয়টিতে। এখনো বর্তমান আসরে নিজের দুটি ইভেন্ট (২০০ মিটার ও ৪*১০০ মিটার) বাকি।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.