রায় স্থগিত করার আবেদন নাকচ

jamayat e islamiউইমেন চ্যাপ্টার ডেস্ক: জামায়াতের নিবন্ধন বাতিলের রায় স্থগিত করার আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

সোমবার চেম্বার আদালতের অবকাশকালীন বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এই আদেশ দেন।

দলটির গঠনতন্ত্র বাংলাদেশের সংবিধান সাংঘর্ষিক হওয়ায় হাই কোর্টের বৃহত্তর বেঞ্চ গত ১ অগাস্ট রাজনৈতিক দল হিসাবে নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ও বাতিল ঘোষণা করে।

চেম্বার আদালতের অবকাশকালীন বিচারক এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী সোমবার এই আদেশ দেন।

নিবন্ধন বাতিলের রায়ের দিনই রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। আপিলে রায়ের ওপর স্থগিতাদেশও চায় তারা।

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.