উইমেন চ্যাপ্টার ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে পূর্ব আফগানিস্তান এবং পাকিস্তানে সৃষ্ট মৌসুমী বন্যায় অন্তত ৮০ জন মানুষ প্রাণ হারিয়েছে।
আফগান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিবিসি অনলাইনের এক খবরে বলা হয়, বন্যায় রাজধানী কাবুলের কাছে সারোবিতেই নিহত হয়েছে ৩৪ জন।
এই পাহাড়ি জেলাটিতে এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছে। বাস্তু হারিয়েছে আরও শত শত মানুষ। নষ্ট হয়েছে সেখানকার শত শত হেক্টর ফসলী জমি।
পাকিস্তানের সীমান্তবর্তী আফগানিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশটি এই বন্যায় মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।
আক্রান্ত এলাকাগুলোতে জরুরী ত্রাণ ও চিকিৎসা সেবা প্রদানের জন্য বিশেষ দল পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়।
অপরদিকে বন্যার কারণে বাড়িঘর ধসে এবং বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে পাকিস্তানের করাচীতে ১৯ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম।
ইতিমধ্যেই বন্যার পানি সরাতে কাজ করছে দেশটির সেনাবাহিনী।
প্রবল বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় তলিয়ে গেছে অনেক রাস্তাঘাট। বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন রয়েছে আক্রান্ত এলাকাগুলোতে।
গত তিন বছর ধরে আফগানিস্তান এবং পাকিস্তানের ওই এলাকাটিতে মৌসুমী বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে চলেছে।