উইমেন চ্যাপ্টার: ত্বক ফর্সা করার ক্রিম বা প্রসাধনী নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ ঘানা। এই ধরনের ক্রিমে হাইড্রোকুইনোনের মতো ক্যান্সার বাঁধানো পদার্থ ব্যবহার করা হয় বলে যুগান্তকারি এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।
ত্বক ফর্সাকারী ক্রিমে ব্যবহৃত পদার্থ হাইড্রোকুইনোন যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ইউরোপের দেশগুলোতে অনেক আগ থেকেই নিষিদ্ধ। এবার এই নিষেধাজ্ঞায় সেসব দেশের সঙ্গে যুক্ত হলো ঘানার নাম।
দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অথরিটি ঘোষণা দিয়ে বলেছে, আগামী আগস্ট মাস থেকে ঘানায় হাইড্রোকুইনোন যুক্ত কোনো ধরনের ক্রিম বা প্রসাধনী বিক্রয় করা নিষেধ। এই নিষেধাজ্ঞা অমান্য করলে ক্রেতা-বিক্রেতাকে আইন-বিচারের মুখোমুখি হতে হবে।
সাধুবাদ জানাই ঘানার এই সিদ্ধান্তকে। আশা করছি, এই উপমহাদেশেও মেয়েদের গায়ের রং নিয়ে সকল হীনমন্যতা একদিন দূর হবে ।