৫০ বছরের অভ্যস্ত সিঁথিতে এখনও সিঁদুরের দাগ

উইমেন চ্যাপ্টার: ‘‘এক কাপড়ে এসেছিলাম তার সংসারে, ভেজা কাপড় পরেই থেকেছি, আবার শুকিয়ে গেছে। এভাবে ৫০ বছর পার করেছি, তবু অসুখী ছিলাম না। সংসার জীবনে কোনদিন দু’কথা হয়নি আমাদের। ইদানিং হাতে শাঁখা পরতাম না, কিন্তু সে বলতো কেন শাঁখা পরো না।

Shefali Gangulyতার কী অপরাধ ছিল, সে তো মানুষের বাড়ি ফুল দিয়ে, পূজা করে খেত, আমাদের খাওয়াত। হায়, ভগবান তুমি আমার সিঁদুর কেড়ে নিলে, শাঁখা কেড়ে নিলে, সাদা কাপড় পরিয়ে দিলে। ওদের কি বিচার হবে না, ভগবান? সকালে সে সাইকেলে বেরিয়েছিল, আহা! আর ফিরলো না, কিছুই তো বলে গেল না, যদি জানতাম এভাবে খুন করবে, তাকে কি যেতে দিতাম?”
–শেফালী গাঙ্গুলী

( গত ৭ জুন সকালে ঝিনাইদহের প্রত্যন্ত পল্লীতে শেফালী গাঙ্গুলীর স্বামী প্রায় সত্তর বছর বয়সী হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যা করা হয়)।

ফেসবুক থেকে নেয়া

শেয়ার করুন: