ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর নতুন পরিচালক

BC (48)
উইমেন চ্যাপ্টার: ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ কার্যালয়ের নতুন পরিচালক হচ্ছেন বারবারা উইকহ্যাম। দায়িত্বভার গ্রহণ করতে আগামী পহেলা জানুয়ারি ২০১৫ বাংলাদেশে আসছেন তিনি। ইংরেজি শিক্ষায় আজীবন নিবেদিত বারবারা ১৯৭৮ সালে কায়রোতে বিদেশীদের জন্য ইংরেজি শিক্ষায় (ইংলিশ এড ফরেন ল্যাংগুয়েজটিওইএফএল) শিক্ষক হিসাবে যোগদানের মাধ্যমে পেশায় প্রবেশ করেন পরবর্তী দশ বছর তিনি যুক্তরাজ্য, চীন, স্পেনসহ পৃথিবীর বিভিন্ন দেশে প্রশিক্ষণ শিক্ষায় নিয়োজিত ছিলেন মাস্টার্স ডিগ্রি লাভ করার পর তিনি চারটি আলাদা মহাদেশের বিভিন্ন দেশে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে ব্রিটিশ কাউন্সিল যোগদান করেন তিনি এর আগে চীন, নেপাল, ভেনেজুয়েলা, ইথিওপিয়া পাকিস্তানসহ বিভিন্ন দেশে পরিচালক আঞ্চলিক পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন
বারবারা যুক্তরাজ্যের লেইচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে স্নাতক এবং আধুনিক ভাষাতত্ত্বের উপর মাস্টার্স ডিগ্রী অর্জন করেন
শেয়ার করুন: