জামায়াত নিষিদ্ধের জোর দাবি

Rally Gonojagoronউইমেন চ্যাপ্টার: একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকরের পর এবার জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের জোর দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকেলে শাহবাগের গণজাগরণ মঞ্চ আয়োজিত এক সমাবেশে মঞ্চের বক্তারা এ দাবি জানান।

ইমরান এইচ সরকার বলেন, কাদের মোল্লার ফাঁসির পর আমাদের প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। এখন সময় এসেছে জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের। জামাতের রাজনীতি নিষিদ্ধ ছাড়া কোন চূড়ান্ত বিজয় অর্জন সম্ভব নয়।

জামাত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে তিনি বলেন, তারা কোন রাজনৈতিক দল নয়। তারা একটি সন্ত্রাসী সংগঠন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও প্রমাণিত হয়েছে।

“সত্যিকারের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করতে হলে, জামাতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সরকারকে দোদুল্যমান অবস্থান পরিহার করতে হবে।”

সারাদেশে জামাতের তান্ডবলীলা তুলে ধরে ইমরান বলেন, যতদিন সকল যুদ্ধাপরাধীর বিচার কার্যকর না হবে এবং গণজাগরণ মঞ্চের ছয় দফার অন্যতম প্রধান দাবি জামাত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ না হবে ততদিন গণজাগরণ মঞ্চের আন্দোলন অব্যাহত থাকবে।

শেয়ার করুন: