বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ হয়েছে: বললেন প্রধানমন্ত্রী

Prime-Minister-Sheikh-Hasina-4উইমেন্স চ্যাপ্টার ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে উদ্দেশ্য করে বলেন আজ বেগম রোকেয়ার স্বপ্ন পূরণ হয়েছে।

তিনি বলেন বাংলাদেশে আজ প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী, স্পিকার ও কয়েকটি মন্ত্রণালয়ের মন্ত্রী নারী। বাংলাদেশ এখন নারী নেতৃত্বের মডেল উল্লেখ করে বলেন, ‘বিশ্বে এমন ইতিহাস আর সৃষ্টি হবে কি না, আমি জানি না।’

বেগম রোকেয়া একসময় আক্ষেপ করে বলেছিলেন, ‘আমরা কি জজ-ব্যারিস্টার হব না?’ প্রধানমন্ত্রী বলেন শুধু জজ-ব্যারিস্টার না আমরা এখন পুরো সংসদের নেতৃত্ব দিচ্ছি।

রওশন জাহানের সাভারের রানা প্লাজার দুর্ঘটনা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সাভারের রানা প্লাজার ঘটনায় দুই হাজার ৪৩৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গুরুতর আহতদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তারা সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত সকল ব্যায়ভার সরকার বহন করেবে। সরকার প্রাথমিকভাবে সাত কোটি টাকার অনুদান দিয়েছে। পঙ্গু হয়ে যাওয়া ২৪ জনের সচ্ছল জীবন নিশ্চিত করতে সঞ্চয়পত্র চালুর লক্ষ্যে দুই কোটি ৬৫ লাখ টাকার সাহায্য দেয়া হয়েছে।

শেয়ার করুন: