উইম্যান্স চ্যাপ্টার ডেস্ক: বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সহিংসতামুক্ত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন দেশটির আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী হেইকি ইডসভল হলমাস।
বুধবার সকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সাথে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নরওয়ে চায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন কোন প্রকারের সহিংসতা মুক্ত ভাবে হোক।’ বিরোধীদল সহিংসতা এড়িয়ে নির্বাচনে অংশনিবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সাভারের রানা প্লাজায় ক্ষতিগ্রস্থ সকল পরিবারের প্রতি শোক প্রকাশ করে তিনি বলেন, ‘আমরা চাই বাংলাদেশে কর্ম পরিবেশ নিরাপদ হোক। কিভাবে নিরাপদ করা যেতে পারে এসব ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।’
এছাড়া পারস্পরিক সম্পর্ক উন্নয়নের জন্য দুই দেশেরই বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের শিল্প-কারখানায় উন্নত কর্মপরিবেশ রক্ষায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) চুক্তিতে সই করার জন্য কিছুদিন আগে ঢাকায় আসেন নরওয়ের এই মন্ত্রী। সোমবার রূপসী বাংলা হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। সই করেন নরওয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী হেইকি ইডসভল হলমাস ও আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রী নিবাস রেড্ডি। এই চুক্তি আনুযায়ী বাংলাদেশেকে কর্মপরিবেশ উন্নয়নে ২.৫ মিলিয়ন ডলার অনুদান দেবে নরওয়ে সরকার।