সংসদে বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাত করবেন বাংলাদেশে সফররত ব্রিটিশ আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালেন ডানকান।
বাংলাদেশে চলমান পরিস্থিতি সম্পর্কে দেশের রাজনৈতিক ব্যাক্তিবর্গের সাথে আলোচনার জন্য তিনি সোমবার ঢাকায় এসে পৌঁছান।
বিএনপি সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে দেশের চলমান রাজনৈতিক সংকট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে তৈরি হওয়া প্রধান দুটি রাজনৈতিক দলের মধ্যাকার দূরত্ব ও নির্বাচন প্রকৃয়া সম্পর্কে আলোচনা হবে বলে জানা যায়। এছাড়াও দেশে সাম্প্রতিক ঘটে যাওয়া মানবিক বিপর্যয় ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুলো নিয়েও আলোচনা হবে বলে সূত্র জানায়।
এই সফরে ব্রিটিশ প্রতিমন্ত্রী ডানকান বাংলাদেশের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথেও বৈঠক করবেন বলে জানা গেছে।