নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আট জেলায় জনসভা

Khaleda Zia 2উইমেন চ্যাপ্টার ডেস্ক: নির্দলীয় সরকারের পক্ষে জনমত সংগঠিত করতে আগামী এক মাসে রাজধানী ঢাকাসহ আট জেলায় জনসভা করবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্তে সরকারের অনড় অবস্থানের প্রেক্ষিতে দলটির পক্ষ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হলো।

রোববার প্রধানমন্ত্রী বলেছিলেন, সংবিধান অনুযায়ীই নির্বাচন হবে। এর থেকে ‘এক চুল’ও নড়বেনা সরকার।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার এক সংবাদ সম্মেলনে জানান, রোববার রাতে ১৮ দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠক করে এই কর্মসূচি চূড়ান্ত করেছেন তারা।

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রথম জনসভা হবে ৭ সেপ্টেম্বর নরসিংদীতে, ১৫ সেপ্টেম্বর রাজশাহীতে, ১৬ সেপ্টেম্বর রংপুরে, ২২ সেপ্টেম্বর খুলনায়, ২৮ সেপ্টেম্বর বরিশালে ৫ অক্টোবর সিলেটে জনসভা করবে বিএনপি, যার প্রতিটিতেই খালেদা জিয়া বক্তব্য দেবেন।

ঢাকা ও চট্টগ্রামে জনসভা হবে কোরবানির ঈদের পরে। ওই জনসভার তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানান ফখরুল।

শেয়ার করুন: