উইমেন চ্যাপ্টার ডেস্ক: নিউজিল্যান্ডে উৎপাদিত শিশুখাদ্য নিরাপদ নয়। সম্প্রতি চীন দেশটি থেকে গুঁড়োদুধ আমদানি বন্ধ করার ঘোষণা করলে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ও এ বিষয়ে পরীক্ষা নিরীক্ষা বাড়াতে উদ্যোগী হচ্ছে।
উদ্যোগের অংশ হিসেবে নিউজিল্যান্ড থেকে আমদানীকৃত গুঁড়োদুধ ও শিশুখাদ্য পরীক্ষা করে দেখার জন্য বানিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিবে স্বাস্থ্য মন্ত্রণালয়।
বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।
তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শিগগিরই বাণিজ্য মন্ত্রণালয়ে এ ব্যাপারে চিঠি যাবে।
সম্প্রতি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ মাত্রার নাইট্রেট পাওয়ায় রোববার নিউজিল্যান্ডের কোম্পানি ওয়েস্টল্যান্ড মিল্ক প্রোডাক্টসের গুঁড়োদুধ ও দুগ্ধজাত পণ্য আমদানির ওপর স্থগিতাদেশ জারি করেছে চীন।
চলতি মাসের শুরুতেও ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ায় ফন্তেরা কোপারেটিভ গ্রুপ লিমিটেডের গুঁড়োদুধ ও শিশুখাদ্য আমদানির ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
বিশ্বে ডেইরি পণ্যের সবচেয়ে বড় যোগানদাতা দেশ নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মোট রপ্তানিতে দুগ্ধজাত পণ্যের অবদান এক-চর্তুথাংশ।