উইমেন চ্যাপ্টার ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত দেলাওয়ার হোসেইন সাঈদীর পক্ষের অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালি ভারতে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন।
কলকাতার হাইকোর্ট একই আবেদন তথ্যপ্রমাণের অভাবে নাকোচ করে দিলে তিনি সুপ্রিম কোর্টে এই আবেদন করেন। কলকাতার হাইকোর্ট সুখরঞ্জন বালির পরিবারের অভিযোগকে অনুমাননির্ভর বলে নাকচ করে দেন।
তাদের অভিযোগ ছিলো, বাংলাদেশে ফেরত পাঠানো হলে নিরাপত্তা সংস্থাগুলি তাঁকে হেনস্থা ও হয়রানি করতে পারে।
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে তাঁর সাজার মেয়াদ শেষ হয়ে গেছে। তবে এর আগে সুপ্রিম কোর্ট তাকে ফেরত পাঠানোর উপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা জারি করলে এখনই তাকে বাংলাদেশে পাঠানো যাচ্ছেনা। ২০ তারিখ সেই নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলে যেকোন দিন সুখরঞ্জন বালিকে বাংলাদেশে পাঠানো যাবে বলেও আদেশ দেয় কলকাতা হাইকোর্ট।
এ বিষয়ে সুখরঞ্জনের ভাইয়ের ছেলের বরাত দিয়ে বিবিসির এক খবরে বলা হয়, তাঁর কাকা ভারতের পররাষ্ট্র মন্ত্রকের কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে আবেদন করেছেন।
সুপ্রীম কোর্টে এই আবেদনটি মঙ্গলবার জমা পড়বে। সুখরঞ্জনের আইনজীবীরা আশা করছেন, মামলাটি হয়ত এই সপ্তাহেই শুনানির জন্য উঠবে।