
উইমেন চ্যাপ্টার: যুক্তরাষ্ট্র প্রবাসী প্রভাতী দাসের ছবি তোলার শখ ছোটবেলা থেকেই। হাতে ক্যামেরা থাকুক বা না থাকুক ফ্রেমবন্দী করার মতো কোন দৃশ্য দেখলে তার মোবাইলটাই ক্লিক করে উঠে। ইচ্ছা তার জীবনের সবকটি মূহূর্তকে ফ্রেমবন্দী করবেন। কিন্তু তা আর হয়ে উঠে না। তবে এরই মধ্যে যে কয়েকটি ছবি তিনি তুলেছেন তার মধ্যে এই কয়েকটি ছবি উইমেন চ্যাপ্টারের সাথে শেয়ার করেছেন। আকাশ, মেঘ, আলো এবং নদী শিরোনামের এই ছবিগুলো দেখে আশা করি ভালো লাগবে।