ড. সীনা আক্তার: কী চমৎকার কঠিন/কড়া শাস্তি! বিলাতে একজন পুরুষ ধর্ষণের মামলা থেকে অব্যাহতি পেয়েছে, কিন্তু ভবিষ্যতে কোন নারীর সাথে সেক্স করতে হলে ২৪ ঘন্টা আগে পুলিশকে তা অবশ্যই জানাতে হবে, গোপন করলে পাঁচ বছর জেল খাটতে হবে। এখন বুঝুক সেই ব্যক্তি ধর্ষণ মামলা থেকে বেঁচে গিয়ে ভালো করেছে কীনা!
পুলিশ জানিয়েছে, যে নারীর সাথে ওই লোক সেক্স করবে তার নাম, ঠিকানা এবং জন্ম তারিখও তাদের জানাতে হবে। কারণ এই লোকের বিরুদ্ধে এক নারী ধর্ষণের অভিযোগ করেছিল, লোকটা প্রমাণ করেছে যে দুজনের সম্মতিতেই তা হয়েছিল। তাই আদালত তাকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছে ঠিকই, কিন্তু পুলিশ লোকটাকে বিশ্বাস করতে পারছে না। সেজন্য পুলিশের অনুরোধে আদালত লোকটাকে এই শাস্তি দিয়েছে।
আপাতত চার মাসের জন্য ,কিন্তু আগামী মে মাসে আদালতের চূড়ান্ত রায়ে এটা বাড়তে পারে, এমনকি সারা জীবনের জন্যও হতে পারে। আদালত কর্তৃক অভিযুক্ত না হওয়ায় তার নাম প্রকাশ করা হয়নি।
প্রায়ই ধর্ষণ প্রমাণ করা অনেক কঠিন। আমাদের দেশে এটা আরো প্রকট। বলাবাহুল্য, অপরাধ প্রমাণিত না হলে আদালত শাস্তি নিশ্চিত করতে পারে না। যুক্তরাজ্যের মত উন্নত দেশেও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধ-প্রতিকারে হিমশিম অবস্থা। কিন্তু উন্নত দেশগুলো নারীর নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে আন্তরিকভাবে চেষ্টা করে, নতুন নতুন আইন প্রণয়ন করে, আইনের পরিমার্জনা করে এবং প্রয়োগ করে।
যেমন, যৌন নিপীড়ন এবং ধর্ষণের মত অপরাধ প্রতিরোধে যুক্তরাজ্যে গত বছর মার্চ মাসে সরকার ‘Sexual risk orders’ নামে একটি আদেশ জারি করেছে। এই আইনে যৌন অপরাধে অভিযুক্ত বা সন্দেহজনক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিতে পারেন। পুলিশের অনুরোধে আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ‘Sexual risk orders’ এ উল্লেখিত বিধিনিষেধ আরোপ করতে পারেন। এই বিধিনিষেধের মধ্যে আছে: সেক্স করতে ইচ্ছুক নারী সঙ্গীর নাম-ঠিকানা-জন্ম তারিখসহ ২৪ ঘন্টা আগে পুলিশকে অবহিত করতে হবে।
এমনকি অভিযুক্ত ব্যক্তি বাসস্থান এবং ফোন নাম্বার পরিবর্তন করতে চাইলেও তা পুলিশকে অবহিত করতে হবে। এছাড়াও, অভিযুক্ত ব্যক্তির ইন্টারনেট এবং মোবাইল ফোন ব্যবহারে পুলিশ বিধিনিষেধ আরোপ করতে পারেন। এই আইনেই উপরে উল্লেখিত ব্যক্তিকে শাস্তি দেয়া হয়েছে।
এই অভিনব শাস্তিতে লোকটার যৌন জীবন দুঃস্বপ্নে পরিণত হতে পারে, কারণ যৌন কাজের জন্য পুলিশের কাছে নাম-ঠিকানা-জন্ম তারিখ হয়তো কোনো নারীই প্রকাশ করতে চাইবে না। নাম-ঠিকানা-জন্ম তারিখের মত পরিচিতমূলক তথ্য (identical information) সেখানে পাসওয়ার্ডের মতই গোপনীয়, কেবল প্রয়োজনে যাচাই-বাছাই করে ব্যবহার করা হয়।
যাই হোক, গত রাতে এই শাস্তির খবরটা পড়ে লোকটার ভবিষ্যত ভাবছিলাম (দুষ্ট ভাবনা)…
লোকটা মোলায়েম নরম সুরে এক নারীকে সেক্স করার প্রস্তাব করলো এবং সে নারী সম্মতি দিল…
লোকটা: ধন্যবাদ হানি! আমি কি তোমার ঠিকানা এবং জন্ম তারিখটা জানতে পারি?
নারী: কেন! আমার জন্ম তারিখ, ঠিকানা দিয়ে কি হবে?
লোকটা: ইয়ে মানে, পুলিশকে দিতে হবে …
নারী: কি! ইউ F**k off !!!