সংশয়কে ভুল প্রমাণ করে এবারের বাজেটও বাস্তবায়িত হবে: ড. হাছান

D. hasan উইমেন চ্যাপ্টার ডেস্ক: সকল সংশয় ও ভয়কে ভুল প্রমাণ করে গত চারটি জাতীয় বাজেটের মত এবারের বাজেটও বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বন ও পরিবেশমন্ত্রী ড. হাছান মাহমুদ।

চট্টগ্রামে এক বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মহাজোট সরকারের দেয়া গত চারটি জাতীয় বাজেট বাস্তবায়িত হয়ছে। তখন অনেকেই বলেছিলেন বাজেট উচ্ছাভিলাষী, বাস্তবায়ন সম্ভব নয়। কিন্তু তাদের প্রতিবারই ভুল প্রমাণ করেছে মহাজোট সরকার। এবারের বাজেটও বাস্তবায়িত হবে এবং তাদের আমরা আবার ভুল প্রমাণ করবো।’

তিনি আরো বলেন, ‘বিরোধী দলীয় জোটের নানা নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যেও আমরা রাজস্ব অর্জনের লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছি।’

বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গে তিনি বলেন, ‘তিনি ছিলেন সন্ত্রাসের পরিচালক ও হাওয়া ভবনের মধ্যমণি।’

বৃক্ষমেলা উদ্বোধন করার সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার বনাঞ্চলের পরিমাণ বাড়াতে ও পরিবেশের উন্নয়নে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ব্যাপক পদক্ষেপ ও প্রকল্প গ্রহণ করেছে।’

চট্টগ্রাম সিটি কর্পরেশানের মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক খালেদ মিছবাহুজ্জামান, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, সিটি কর্পোরেশনের সচিব এম শামসুদ্দোহা, পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, চট্টগ্রামের বন সংরক্ষক আকবর হোসেন, ও চসিকের পরিবেশ স্ট্যান্ডিং কমিটিরি চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ।

মন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দুটি ভ্যাকুয়াম ক্লিনার গাড়ি উপহার দেন।

শেয়ার করুন: