জামায়াতের যুদ্ধাপরাধের তদন্ত শুরু হচ্ছে

jamayat e islamiউইমেন চ্যাপ্টার ডেস্ক: শীর্ষ নেতাদের যুদ্ধাপরাধের বিচারের পর এবার দল হিসেবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচার করার উদ্যোগ নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা মতিউর রহমান সোমবার জানান, আনুষ্ঠানিকভাবে জামায়াতের যুদ্ধাপরাধের তদন্ত তার অধীনেই শুরু হচ্ছে।

মতিউর সাংবাদিকদের বলেন, “একাত্তরে দল হিসাবে জামায়াতের ভূমিকা আমরা তদন্ত করব।”

গত ১ অগাস্ট হাই কোর্টের এক রায়ে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়।

এছাড়াও ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে দল হিসেবে জামায়াতের মানবতাবিরোধী অপরাধের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। সর্বশেষ গোলাম আযমের রায়ের পর্যবেক্ষণেও দল হিসেবে জামায়াতের বিষয়ে বলা হয়।

ওই রায়ের পর্যবেক্ষণে জামায়াতে ইসলামীকে ‘ক্রিমিনাল দল’ আখ্যায়িত করে বিচারক বলেন, দেশের কোনো সংস্থার শীর্ষ পদে স্বাধীনতাবিরোধীদের থাকা উচিত নয়।

গোলাম আযমের আগে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী, আব্দুল কাদের মোল্লা ও এ এইচ এম কামরুজ্জামানের সাজার রায়েও একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।

ট্রাইব্যুনালের ওই তদন্ত কর্মকর্তা বলেন, “এখন আমরা এ বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করব। যথাসাধ্য দ্রুত তদন্ত কাজ শেষ করে বিষয়টি ট্রাইব্যুনালের কাছে উপস্থাপন করা হবে।”

শেয়ার করুন: