সাকিব আবার একনম্বর অলরাউন্ডার

shakib-al-hasanউইমেন চ্যাপ্টার: ছয় মাস বিরতির পর আবার টেস্টে ফিরেই সাকিব আল হাসান ফিরে পেয়েছেন তার টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পদটি। টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিং নিয়ে তাঁর সঙ্গে যাঁর তীব্র প্রতিযোগিতা, সেই জ্যাক ক্যালিসকে হটিয়েই শীর্ষে ফিরেছেন বাংলাদেশি এই ক্রিকেট তারকা। মাত্র তিন মাসের ব্যবধানে আবার বিশ্ব সেরা টেস্ট অলরাউন্ডারের খেতাবটি ফিরে পেলেন তিনি।

গত জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিসের কাছে শীর্ষস্থান হারান তিনি।

আইসিসির সর্বশেষ র‌্যাংকিংয়ে ৩৪৯ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে সাকিব। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে অনুজ্জ্বল ক্যালিস ৩৪৭ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

৩৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারদের র্যাংকিংয়েও দুই নম্বরে আছেন সাকিব। ৩৯৬ পয়েন্ট নিয়ে শীর্ষে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।

চট্টগ্রাম টেস্টের পর ব্যাটিংয়ে এক ধাপ এগিয়ে ৩০ এবং বোলিংয়ে এক ধাপ পিছিয়ে ১৭তম স্থানে আছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব।

শেয়ার করুন: