বিয়ের পিড়িতে টেনিস তারকা আনা কুর্নিকোভা

দীর্ঘ ১২ বছর প্রেম করার পর স্প্যানিশ পপ তারকা এনরিক ইগলেসিয়াসের সঙ্গে আগামী সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন রাশিয়ার সুন্দরী টেনিস তারকা আনা কুর্নিকোভা। ইগলেসিয়াসের নিজ শহর মিয়ামিতে এ বিয়ের অনুষ্ঠান হবে বলে জানা গেছে।একটি সূত্র জানায়, ৩১ বছর বয়সী সাবেক টেনিস তারকা কুর্নিকোভা বেশ কয়েক বছর ধরে বিয়ের জন্য চাপ দিচ্ছিলেন। কিন্তু ইগলেসিয়াস তাতে রাজি হচ্ছিলেন না।সান পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, আগামী সপ্তাহে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন এ জুটি। ইতোমধ্যেই anna-kournikova-tennis-781625948তারা ডেভিড বেকহ্যাম, ভিক্টোরিয়া বেকহ্যাম ও জেনিফার লোপেজসহ অনেককেই নিমন্ত্রণও করেছেন।দু’বছর ধরে তিন মিলিয়ন পাউন্ড মূল্যের হিরার এনগেজমেন্ট আংটি পরে আসছেন কুর্নিকোভা।২০১১ সালে ৩৭ বছর বয়সী পপ তারকার সঙ্গে গোপনে তার বিয়ে হয় বলে গুঞ্জন ছিল।তবে নিজেদের বিয়ের অনুষ্ঠানটা তারা জমকালো করতে চান। এ কারণে তারা গোপনে বিয়ে করেননি বলে সূত্র জানায়।

শেয়ার করুন: