
উইমেন চ্যাপ্টার: চীনের লি নাকে উড়িয়ে দিয়ে সনি ওপেনে শিরোপা জয়ের রেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস। মিয়ামির সনি ওপেনে এটি তার সপ্তম শিরোপা জয়। মিয়ামির হার্ড কোর্ট ক্রানডন পার্ক সেরেনার বাড়ি থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে। সেদিক থেকে বলা যায়, নিজের ঘর বা বাড়ির আঙিনাতেই তিনি লি নাকে হারিয়েছেন ৭-৫ ও ৬-১ গেমে।
এর আগে ক্রানডন পার্কে সনি ওপেনে ১৪ বার অংশ নিয়েছেন উইলিয়ামস পরিবারের ছোট মেয়ে সেরেনা। এর মধ্যে ৭ বারই এই টুর্নামেন্টের শিরোপা বাড়িতে নিয়ে গেলেন তিনি।
ম্যাচ শেষে এই উচ্ছ্বাসের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সেরেনা বলেন, “শেষে এসে সত্যিই আমি খুব বেশি রোমাঞ্চিত হয়ে পড়েছিলাম। চেয়েছিলাম সপ্তম শিরোপা জিতি। আসলে আমি এখানে সবচেয়ে বেশি শিরোপা জিততে চেয়েছিলাম।”
সেরেনার এই চাওয়া পূরণ হয়েছে। সনি ওপেনে ৬টি শিরোপা জয়ী সেরেনা এতদিন মিয়ামিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি আন্দ্রে আগাসির সঙ্গে ভাগাভাগি করছিলেন। সপ্তম শিরোপা জয়ের পর এই রেকর্ডটি এখন শুধুই তার একার।