উইমেন চ্যাপ্টার: কন্যা শিশুদের জোর করে বিয়ে দেয়ার প্রবণতা ঠেকাতে জাতিসংঘের শিক্ষা বিষয়ক বিশেষ দূত গর্ডন ব্রাউন পাকিস্তানে এক পাইলট প্রকল্পের ঘোষণা দিয়েছেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মি ব্রাউন বলেছেন, এই প্রকল্পটির মাধ্যমে দেশটিতে শিশু বিয়েবিহীন এলাকা প্রতিষ্ঠা করা হবে এবং সেখানকার শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে জোর করে বিয়ে দেয়ার বিরুদ্ধে প্রচারনামূলক কাজ করা হবে।
ইসলামাবাদে এক বক্তৃতায় তিনি বলেন, আধুনিক বিশ্বে একটি কন্যা শিশুকে তার পড়ালেখার অধিকার বঞ্চিত করে জোর করে বিয়ে দেয়ার বিষয়টি মেনে নেয়া যায় না। অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, নারী শিক্ষার বিষয়টি তার সরকারের একটি অগ্রাধিকার।