‘একাত্তরের অভিঘাত: প্রজন্ম থেকে প্রজন্মের ট্রমা’

উইমেন চ্যাপ্টার:

আমরা যখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলি, একাত্তর নিয়ে কথা বলি, আমাদের সামনে কিছু দৃশ্য এসে দাঁড়ায়। সেখানে, আমরা যারা ওই সময়টা নানাভাবে পাড়ি দেয়া মানুষ তাদের স্বজন হারানোর কষ্ট যেমন আছে, বিষাদ আছে, হতাশা আছে, বিষন্নতা আছে, সেগুলো যেমন সত্য, তেমনি নতুন প্রজন্মের কাছে একাত্তর ‘তিরিশ লাখ শহীদ’ এর রক্ত, প্রতিদান, লাখ লাখ মা-বোনের ত্যাগ, সংগ্রাম, এসবও সমান কষ্টের।
এই যে এই কষ্টটাকে, যাকে আমরা বলি ট্রমা, একে আমরা বয়ে চলেছি জীবনভর, আজ আমরা তা নিয়েই কথা বলবো।

আমাদের সাথে আছেন
কবি শামীম আজাদ, তিনি যোগ দিচ্ছেন লন্ডন থেকে।
শ্রাবণী এন্দ চৌধুরী, থাকেন ম্যানিটোবা, কানাডায়।
ডা. রওনক আফরোজ, তিনি আছেন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে।

শেয়ার করুন: