মাসকাওয়াথ আহসান: লালসার লালামাখা ধর্ষক বরাহকে
তুমি হত্যা করেছো র্রেইহানি সাহসিকা।
আহা আদিম ইরান; আহা বিচারের প্রহসন
ধর্ষককে হত্যার দায়ে রেইহানির মৃত্যুদণ্ড হলো!
একোন অন্ধকার জঙ্গল ধেয়ে আসে তেহেরানে!
কী শিয়া কী সুন্নী; ধর্মের নাম ভাঙ্গিয়ে নপুংসক
দৌড়ে বেড়ায় ইরাক-ইরান-সিরিয়া-আরব দুনিয়া
ধর্ম যেন ধর্ষণের লাইসেন্স। হারেমে ক্রীতদাসীর শৌর্য্য!
আমরা ঢের বুঝে গেছি সভ্যতাকে দেবার কিছু নেই তোদের
রেহেনার ছিন্ন মস্তক কিংবা ইরাকী নারীর বেদনার অশ্রু ছাড়া।
একবিংশের পৃথিবী অবাক তাকিয়ে দেখে রেহেনার মৃত্যু
খোদার নামে এইসব বিকৃতির অন্ধকারে বসে
যারা কুরান-হাদিস আওড়ায় নারীকে নিলামে চড়াতে
তাদের ছিন্ন মস্তকের ছবি দেখতে আমরা প্রতিদিন প্রতীক্ষা করি।
রেইহানির মৃত্যু বৃথা যেতে দেবে না পৃথিবীর তাবত নারী।
লাখো রেইহানির অশ্রুজলে ভেসে যাবে বক ধার্মিকদের তখত
কোন এক প্রার্থিত ভোরে; র্রেইহানি নামের আরেকজন বিমানযোদ্ধা
শতাব্দীর নীরবতা ভেঙ্গে বোমায় গুঁড়িয়ে দেবে ধর্ষকদের ঘাঁটিগুলো।