মাসকাওয়াথ আহসান: দেবী দুর্গা আমাদের ধরিত্রী মাতা অথবা নিসর্গ নারীর অবয়ব
মা আমাদের জীবনে দেবী দুর্গার মতো আবির্ভুত হন সংকট মোচনে।
দুর্গাদেবীর মত মায়েরও অনেকগুলো অদৃশ্য হাত আছে নিশ্চয়ই;
নইলে ঘরে-বাইরে এতো কাজ করার ক্ষমতা মায়ের কোত্থেকে আসে!
কোত্থেকে আসে ভালবাসার এমন অপরিমেয় শক্তি!
তারপর একদিন আমরা মা দুর্গাকে অনায়াসে বিসর্জন দিয়ে নতুন দুর্গার হাত ধরি।
মানসপ্রিয়া দুর্গারও অনেকগুলো অদৃশ্য হাত নিশ্চয়!
ঘরে বাইরে এতো কাজ করার সামর্থ্য কোন পুরুষের মাঝে দেখিনা।
পোস্ট মডার্ণ শিব উপার্জনের কিছু অর্থ দুর্গার হাতে তুলে দিয়েই খালাস।
সোফায় এলিয়ে টিভি-দেখা ফেসবুকিং; কত কাজ শিবের!
আর দুর্গার কাজ থেকে ফিরে কিচেনে ঢোকা,
জীবনের প্রতিটি ডিটেইলের খবর তাকে রাখতে হয়।
এইভাবে ক্রমাগতঃ দুর্গা তার জীবন বিসর্জন দেয়।
আর আমরা খানিক আরতি করে ঋণশোধের বৃথা চেষ্টা করি।
দেবী দুর্গা যুগপত উতসবের উপলক্ষ আর আত্মত্যাগের বেদনার উপাখ্যান।