শুক্রবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জয়ের জন্য সাত ওভারে মাত্র ৪৩ রান দরকার ছিল বাংলাদেশের। তবে ব্যাটারদের চরম ব্যর্থতায় ৯ উইকেট হারিয়ে ৩৮ রান করতে পারে বাংলাদেশ।
পাকিস্তানের মেয়েরা টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ৯৭ রান করে। ফাহিমা খাতুনের বলে বোল্ড হওয়ার আগে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৪ রান তোলেন বিসমাহ। এছাড়া আরো চার ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছালে ৬ উইকেট হারিয়ে লড়াই করার মতো সংগ্রহ দাঁড় করায় আগের আসরেও সোনা জেতা পাকিস্তান।
বাংলাদেশের রুমানা আহমেদ দুটি, জাহানারা আলম, সালমা খাতুন ও ফাতিমা খাতুন একটি করে উইকেট নেন। উদ্বোধনী জুটিতে বলে বলে রান তোলেন আয়েশা-রুমানা। ২.১ ওভারে ১৩ রান করার পর আয়েশা রহমান (৭) রান আউট হলে ভেঙে যায় উদ্বোধনী জুটি। ২০ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ; এবার রুমানা (১০) রান আউট হন। শেষ ৩ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ১৪ রান; হাতে ছিল ৮ উইকেট। কিন্তু এরপরই চরম ব্যাটিং বিপর্যয়ে একের পর এক উইকেট হারিয়ে সোনা জয়ের স্বপ্নটা মলিন হয়ে যায়।
এর আগে ২০১০ সালের চীনের গোয়াঞ্জো এশিয়ান গেমসেও এই পাকিস্তানের সঙ্গে হেরেই রূপা জিতেছিল মেয়েরা।