ব্রাভো, বাংলাদেশের নারী ক্রিকেট দল

bd-women_cricket
ফাইল ছবি

উইমেন চ্যাপ্টার: এশিয়ান গেমস ক্রিকেটের সেমি ফাইনালে শক্তিশালী শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশের সালমা খাতুনের দল উঠে গেছে নারী ক্রিকেটের ফাইনালে। আজ দক্ষিণ কোরিয়ার ইনচনের ইয়ানহুই ক্রিকেট গ্রাউন্ডে লঙ্কান মেয়েদের বিপক্ষে তাঁরা জিতেছেন ২৫ রানে।

এর আগে কোয়ার্টার-ফাইনালে নেপালের মেয়েদের হারিয়ে দেন বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত বোলিং এবং আয়েশা রহমানের অপরাজিত অর্ধশতকের উপর ভর করে শেষ আটের লড়াইয়ে ৮১ রানের জয় পায় বাংলাদেশ।

কোয়ার্টার ফাইনাল থেকেই মূলত আশা জাগানিয়া খবর দিচ্ছিল বাংলাদেশের নারী ক্রিকেট দল। নেপালকে হারানোর পর সেই আশার পাল্লা আরও ভারী হয়ে উঠে। পান্না ঘোষ তার মারাত্মক বোলিংয়ে ১০ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৫ রান তোলে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান আসে লতা মণ্ডলের ব্যাট থেকে। দলের সংগ্রহে দ্বিতীয় সর্বোচ্চ অবদান রাখেন ফারজানা হক পিংকি। অধিনায়ক সালমা খাতুন ২১ বলে করেন ১৪ রান।

মাত্র ৯৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে সুবিধা করতে পারেনি শ্রীলঙ্কার মেয়েরা। ১৬ রানের মাথায় তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় তারা। শেষ পর্যন্ত ১৮ দশমিক ২ ওভারে সব উইকেট হারিয়ে ৭০ রানেই ইনিংস শেষ হয়ে যায় তাদের। এর আগে ২০১০ সালের চীনের গোয়াঞ্জোতে এশিয়ান গেমসের ক্রিকেট থেকে রূপা পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ কোরিয়ার ইনচনেও রূপা নিশ্চিত হলো বাংলাদেশের।

দারুণ এই জয়ের পরও উৎসব করার খুব বেশি সুযোগ পাচ্ছেন না সালমা-আয়েশা-রুমানা-লতারা। কালই তাঁদের নেমে পড়তে হচ্ছে মেয়েদের ক্রিকেটে সোনা জয়ের লড়াইয়ে। ফাইনালে তাঁদের প্রতিপক্ষ আরেক শক্তিশালী দল পাকিস্তান।

গত আসরের ফাইনালে পাকিস্তানের কাছে হেরে রূপা নিয়ে দেশে ফিরতে বাধ্য হন বাংলাদেশের মেয়েরা।

 

 

শেয়ার করুন:
Copy Protected by Chetan's WP-Copyprotect.